এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,২০ জুলাই : দীর্ঘ প্রায় ২৮ বছর ভারতে “নেহা” নামে বসবাস করা বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুল কালাম (৩৮) আদপেই রূপান্তরকামী নয় বলে জানালো মধ্যপ্রদেশের ভোপাল পুলিশ । পুলিশ জানিয়েছে, আব্দুল রূপান্তরিত নয়, চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করেনি। সে পুরুষ ছিল এববগ পুরুষই আছে । বাংলাদেশ থেকে ভারতে এসে সকলের চোখে ধুলো দেওয়ার জন্য রূপান্তরকামী সেজে বসবাস করছিল ওই অনুপ্রবেশকারী । ধৃতের কাছ থেকে নকল আধার কার্ড, ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । বর্তমানে তার ঠাঁই হয়েছে জেলে।
সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফের পাঠানোর প্রক্রিয়া জোর কদমে চলছে । আর সেই ধরপাকড় অভিযানে ধরা পড়ে যায় বাংলাদেশি প্রতারক আব্দুল কালাম । তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে আব্দুল ১০ বছর বয়সে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল । ভোপালে থাকাকালীনই রূপান্তরিত নারী ‘নেহা’ পরিচয়ে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে রীতিমতো ভারতীয় বনে গিয়ে বসবাস শুরু করে সে ৷ এভাবে দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে মানুষের চোখে ধুলো দিয়ে ভারতে বসবাস করছিল । পরনে শাড়ি আর কপালে লাল টিপ পরে হিজড়াদের দলে ভিড়ে গিয়ে ভালোই রোজকার করছিল । তবে সে মাঝেমধ্যে নিজের দেশে যেত । অবশেষে ভোপাল পুলিশের জালে ধরা পড়ে যায় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী ।
পুলিশ এই ঘটনাকে ভারতের বিরুদ্ধে বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসাবে দেখছে৷ পরিকল্পিত ভাবে রোহিঙ্গা ও বাংলাদেশিদের ঢুকিয়ে এদেশের জনবিন্যাসের পরিবর্তন ঘটানোর ষড়যন্ত্রের পিছনে বড়সড় চক্র কাজ করছে বলে মনে করছে পুলিশ । এই চক্রের হদিশ পেতে ধৃত আব্দুল কালামকে ম্যারাথন জেরা করছে পুলিশের গোয়েন্দা শাখা ।।

