এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ জুলাই : শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের পরনের শাড়ি সকলের নজর কেড়েছে । তার গেরুয়া রঙের শাড়িতে আঁকা ছিল শ্রীরামের ছবি । কিন্তু বিজেপি নেত্রীর ভুলভাবে শাড়ি পরার কারনে শ্রীরামের ছবিটি উলটো দেখা গেছে । যানিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে । অনেক হিন্দুত্ববাদীও নেত্রীর সমালোচনা করেছেন । এদিকে বিতর্কের কারনে আজ শনিবার অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন ।
প্রবীন সাংবাদিক প্রসূন মৈত্র তার ফেসবুক পেজে অগ্নিমিত্রা পালের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন,’দিলীপ ঘোষ যখন সারদা অভিযুক্তদের সাথে জগন্নাথদেবের তুলনা টেনেছিলেন তখন আপনারা চুপ ছিলেন, যখন মা দুর্গার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তখনও আপনারা চুপ ছিলেন কারণ তিনি দলীয় সভাপতি। এখন অগ্নিমিত্রা পাল যখন শ্রী রামের উল্টো ছবি দেয়া শাড়ি পরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন তখনও আপনারা চুপ কারণ তিনি দলীয় সম্পাদক। অথচ এই কাজ যদি কোন অবিজেপি দলের নেত্রী করতেন তাহলেই আপনারা “হিন্দু খতরে মে হ্যায়” বলে এই রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বলে প্রচার জুড়তেন। শিবলিঙ্গে কণ্ডোম পরানো মনে রাখলে এগুলোও মনে রাখুন। হিন্দু আপনার রাজনৈতিক নয়, সাংস্কৃতিক পরিচয় হোক।’
তার এই পোস্টে বিভিন্নজন বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন । এদিকে বিষয়টি নিয়ে অগ্নিমিত্রা পাল দুঃখ প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন,’রাম আমার শক্তি, আমার প্রেরণা/ রাম নাম ঠোঁটে, আশ্রয় প্রাণে,অধর্ম দেখলেই আগুন টানে।
জনকীর স্নেহ, লক্ষণের ভক্তি/ রামের চরিত্রেই খুঁজি মুক্তি । আমি কখনোই কারও ভাবাবেগে আঘাত দিতে চাইনি। এই শাড়িটি আমার ভক্তির প্রকাশ, আমার আত্মার আরাধনা। রামের নাম, রামের চরণ, আমার জীবনের পথপ্রদর্শক —এই পোশাকে আমি তাঁকে বহন করি হৃদয়ে, শ্রদ্ধায়, প্রেমে। যদি কারও অনুভূতিতে অনিচ্ছাকৃত আঘাত লেগে থাকে, আমি দুঃখিত। কিন্তু বিশ্বাস রাখুন — এই পরিধানে আমি একজন রাম ভক্তা। ভিতরে বাইরে শুধু ‘রাম’ — অহংকার নয়, ভক্তির প্রকাশমাত্র।’।