এইদিন স্পোর্টস নিউজ,১৯ জুলাই : আগামী বছরের জুন- জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। টুর্নামেন্টের আগে ফুটবলের বেশ কিছু নিয়মে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এসব পরিবর্তনের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো পেনাল্টির নিয়মে সম্ভাব্য পরিবর্তন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, আইএফএবির সর্বশেষ সভায় প্রস্তাব উঠেছে পেনাল্টির বর্তমান নিয়ম পরিবর্তনের। নতুন নিয়ম অনুযায়ী, পেনাল্টি শট মিস হলে ফিরতি বলে আর কেউ শট নিতে পারবে না। অর্থাৎ, একবার শট নেওয়ার সুযোগেই শেষ, ফিরতি বল সরাসরি গোলকিক হিসেবে বিবেচিত হবে। বর্তমান নিয়মে প্রথম শটে গোল না হলে ফিরতি বলেও চেষ্টা চালাতে পারেন ফুটবলাররা। তবে নতুন নিয়ম চালু হলে পেনাল্টি পাওয়া দল অতিরিক্ত সুবিধা পাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, পেনাল্টির সময় গোলকিপারের একটি পা গোললাইনের ওপর অথবা পেছনে থাকা বাধ্যতামূলক। ফিরতি শটে আবার গোল হলে সেটা গোলরক্ষকের জন্য বাড়তি শাস্তির সমান বলেই মত ফুটবল বিশ্লেষকদের।
আইএফএবি যদি এই প্রস্তাব অনুমোদন দেয়, তাহলে ২০২৬ বিশ্বকাপেই নতুন পেনাল্টি নিয়ম কার্যকর হতে পারে। তবে নিয়মটি কার্যকর করতে হলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে সংস্থাটিকে। এছাড়াও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কার্যপরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে আইএফএবির। কর্নার কিক ও খেলোয়াড়দের দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার মতো গুরুত্বপূর্ণ মুহূর্তেও ভিএআর ব্যবহারের প্রস্তাব এসেছে। যদিও এসব ক্ষেত্রে ভিএআর কেবল তখনই ব্যবহৃত হবে, যখন রেফারির সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হবে। উদ্দেশ্য খেলার সময় নষ্ট না করা এবং সিদ্ধান্তকে আরও নির্ভুল করা।।