এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১৯ জুলাই : নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেছেন যে ব্রিটেন হবে প্রথম পশ্চিমা ইসলামী দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র থাকবে । তার এই বক্তব্যের পর শ্রোতারা হেসে উঠলেও সোশ্যাল মিডিয়ায় ব্রিটিশ নাগরিকরা তাকে সমর্থন করছে । বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়াও দিচ্ছে ।
কনসার্ন সিটিজেন প্রতিক্রিয়ায় লিখেছেন,’কোন সময়ে ইংল্যান্ড আর ইংল্যান্ডে পরিণত হবে না? এখন যুক্তরাজ্যের প্রতিটি স্কুলে শিশুদের ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া বাধ্যতামূলক । জেডি ভ্যান্স পরামর্শ দিয়েছেন যে ব্রিটেন পারমাণবিক অস্ত্রের মালিক প্রথম ইসলামিক রাষ্ট্র হতে পারে, অন্যদিকে অন্যান্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে ২০৫০ সালের মধ্যে যুক্তরাজ্য সারা দেশে শরিয়া আইন দেখতে পাবে। ইসলামোফোবিক নয় – কেবল তথ্য।’
এ জেনে রবিনসন লিখেছেন,’তুমি এর জন্য প্রস্তুত নও… জেডি ভ্যান্স ঠিক এমনটাই বলেছে যা অন্যরা স্বীকার করতে ভয় পায়। যুক্তরাজ্য, … হ্যাঁ, আমাদের দীর্ঘদিনের মিত্র, … পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামী দেশ হতে পারে। এটা ভয় দেখানোর মতো কিছু নয়… যখন তুমি সহনশীলতার আড়ালে তোমার দেশকে টুকরো টুকরো করে হস্তান্তর করো তখন এটাই ঘটে। মেয়র, সিটি কাউন্সিল, নীতিনির্ধারক… সবাই অনুপ্রবেশকারী। ব্রিটিশরা এটা ঘটতে দিয়েছে। পারমাণবিক অস্ত্র ইতিমধ্যেই সেখানে আছে… এখন শুধু প্রশ্ন হল: আসলে কে নিয়ন্ত্রণ করছে ?’
প্রসঙ্গত,ব্রিটেনে বর্তমানে ধর্মনিরপেক্ষ লেবার পার্টি ক্ষমতায়। ভারতের কংগ্রেস,বামপন্থী, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস,লালু প্রসাদের দল ও কেজরিওয়ালের আম আদিম পার্টির মতই।ব্রিটিশ লেবার পার্টি অনুপ্রবেশকারীদের প্রতি সহানুভূতিশীল । ভারতের মতই ব্রিটেনেও দেদার অনুপ্রবেশকারী ঢুকছে । বহু ব্রিটিশ এলাকায় জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে । ইতিমধ্যে শাসনতন্ত্রের মধ্যেও ঢুকে গেছে অনুপ্রবেশকারীরা ।।

