এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৩ আগস্ট : দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে বন্ধ বাঁকুড়া জেলার শালতোড়ার পাথর খাদান । কর্মহীন কয়েক হাজার শ্রমিক । তাই অবিলম্বে খাদান চালু করার দাবিতে সোমবার শালতোড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন কর্মহীন শ্রমিকরা । এদিন শ্রমিক সংগঠনের তরফ থেকে বিভিন্ন দাবিতে বিডিওর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় । বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন শালতোড়ার বিডিও মানস কুমার গিরি ।
উত্তর বাঁকুড়ার শালতোড়া ব্লকে রয়েছে পাথর খাদানগুলি । মূলত এই পাথর ক্রাশার শিল্পের উপর নির্ভর করে এলাকার বহু পরিবারের অন্ন সংস্থান হয় । কিন্তু দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে খাদান । ফলে কর্মহীন হয়ে পড়েছেন পাথর শিল্পের সঙ্গে যুক্ত প্রায় কয়েক হাজার শ্রমিক ।
জানা গেছে,ব্লকে ১৭৫ টি পাথর ক্রাশার শিল্প রয়েছে । যার মধ্যে ১৫৩ টি চালু ছিল । কিন্তু কোনও এক অজ্ঞাত কারনে দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে সেগুলি বন্ধ রাখা হয়েছে । ফলে চরম বিপাকে পড়ে গেছেন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা । পাথর খাদানগুলিকে পুনরায় চালু করার জন্য দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল । শেষে এদিন খাদানের শ্রমিক সংগঠনের সদস্য ও বেশ কিছু স্থানীয় বাসিন্দারা বিডিও কার্যালয়ের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান । পরে বিডিওর হাতে বিক্ষোভকারীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় । বিক্ষোভকারীরা পাথর ক্রাশার শিল্প চালু করা,কাজের স্থায়ীকরন, পাথর ক্রাশার শিল্পে নিয়মকানুনের সরলীকরণের দাবি জানান । অবিলম্বে দাবিপূরন না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা ।
শালতোড়া ব্লকের বিডিও মানস কুমার গিরি বলেন, ‘শালতোড়ার পাথর ক্রাশার শিল্পের উপর এলাকার ১০ হাজারের অধিক পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল । বলা যেতে পারে শালতোড়া ব্লকের অর্থনীতি নির্ভর করছে ক্রাশার শিল্পের উপর । কিন্তু বিগত বিধানসভা নির্বাচনের সময়কাল থেকে এই শিল্প বন্ধ রয়েছে । ফলে সঙ্কটে পড়ে গেছেন এলাকার বহু পরিবার । এদিন বেশ কিছু মানুষ এসে তাঁদের সমস্যা সম্পর্কে আমায় জানিয়ে গেছেন । বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো ।’ তবে এতদিন ধরে শালতোড়া ব্লকে পাথর ক্রাশার শিল্প কেন বন্ধ আছে এনিয়ে বিডিও কিছু জানাতে পারেননি ।।