এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,২৩ আগস্ট : কাটোয়ায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মামাকে টিউবওয়েলের লোহার হ্যান্ডেল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাগনের বিরুদ্ধে । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার দেয়াসীন গ্রামে । মৃতের নাম অরবিন্দ মাজির(৪২) । ওই দিন রাতেই মৃতের ভাগনে রাহুল ঘরুইকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ । ঘটনা ঘিরে ব্যাপক ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,দেয়াসীন গ্রামের মাঝেরপাড়ায় বাড়ি মৃত অরবিন্দ মাজির । তিনি চাষবাস করতেন । অন্যদিকে নিহত অরবিন্দ মাজির দিদি মৌসুমী ঘরুইয়ের একমাত্র ছেলে রাহুল । সৌসুমীদেবীর শ্বশুরবাড়ি পূর্বস্থলী থানার আটপাড়া গ্রামে । স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের ৩ বছরের মাথাতেই বাপের বাড়ি চলে আসেন সৌসুমীদেবী । তারপর থেকে তিনি ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই রয়েছেন । মৌসুমীদেবীরা ৬ বোন ২ ভাই । তাঁদের বাবা শ্যাম মাজি কয়েক বছর আগে মারা গেছেন । মামার বাড়ির চাষবাসের কাজ রাহুল ও তাঁর মা নিয়ন্ত্রন করত বলে জানা গেছে ।
পরিবার সুত্রে জানা গেছে,রবিবার সন্ধ্যায় পৈতৃক সম্পত্তি নিয়ে মৌসুমীদেবীর সঙ্গে তার ভাই অরবিন্দর বচসা শুরু হয় । ইতিমধ্যে বাড়ি চলে আসে রাহুল । সে মায়ের পক্ষ নেয় । তারপর রাহুল ও তাঁর মায়ের সঙ্গে অরবিন্দবাবুর তুমুল কথা কাটাকাটি চলতে থাকে ।
অরবিন্দবাবুর স্ত্রী রমাদেবীর অভিযোগ, ‘টিউবওয়েলের একটা লোহার হ্যান্ডের বাড়িতে রাখা ছিল । ঝগড়ার মাঝে রাহুল সেটা তুলে নিয়ে আমার স্বামীকে ব্যাপক মারতে শুরু করে । সে ওই হ্যান্ডেলটা আমার স্বামীর মাথায় সজোরে আঘাত করে । সঙ্গে সঙ্গে আমার স্বামী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ।’ পাশাপাশি তাঁর অভিযোগ, ‘আমার ননদ সংসারের কর্তৃত্ব নিজের হাতে রাখার চেষ্টা করত । তার জন্য আমার স্বামী আর ননদের মধ্যে প্রায়ই ঝগড়া হত । ওইদিন আমার ননদ তাঁর ছেলেকে নিয়ন্ত্রন করার পরিবর্তে উস্কানি দিতে শুরু করে । যার ফলে আমার এতবড় সর্বনাশ হয়ে গেল ।’
জানা গেছে,ঘটনার পর রাহুল ও তাঁর মা মৌসুমীদেবী বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে । এদিকে রক্তাক্ত স্বামীকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে লোকজন ডাকাডাকি করেন রমাদেবী । তারপর প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে । তাঁরা রাহুলকে ধরে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেয় । পাশাপাশি স্থানীয়রা অরবিন্দবাবুকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী রমা মাঝি । অভিযোগের ভিত্তিতে রাহুল ঘরুইকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,রাহুলের মা মৌসুমী ঘরুই পলাতক । তাঁর সন্ধান চালানো হচ্ছে ।।