এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ আগস্ট : সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতদের নাম শেখ আলম, নাসিরউদ্দিন শেখ ও মহম্মদ সাকিম । ধৃতদের মধ্যে প্রথম ২ জনের বাড়ি কাটোয়া থানার করজগ্রামে । তৃতীয় জন বর্ধমান রেলস্টেশন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ । রবিবার রাতে গ্রেফতারের পর সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় । ধৃতদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক ।
জানা গেছে, চুরির ঘটনাটি ঘটে সপ্তাহ দুয়েক আগে ভাতার বাজারের রামকৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা সেনাকর্মী স্নেহাংশু ঘোষের বাড়িতে । কর্মসুত্রে তিনি বর্তমানে ভিন রাজ্যে রয়েছেন । বাড়িতে দুই শিশুসন্তানকে নিয়ে রয়েছেন তাঁর স্ত্রী তাপসীদেবী । গত ৫ আগস্ট তাপসীদেবী তাঁর দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এরুয়ার গ্রামের এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন । বাড়ি তালাবন্ধ ছিল । সেই সুযোগে ওই দিন রাতেই তাঁদের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে যায় । পরের দিন সকালে খবর পেয়ে ওই গৃহবধু বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির একাধিক তালা ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা ।
তাপসীদেবীর দাবি, ২০-২৫ ভরি সোনার গহনা,নগদ ২৫-৩০ হাজার টাকা,বিয়েতে পাওয়া ২০ থেকে ২৫ হাজার টাকা দামের ১০-১২ টি শাড়ির পাশাপাশি যাবতীয় কাঁসা পিতলের বাসনপত্র চুরি হয়ে গেছে । সব মিলিয়ে ১৫ লক্ষের অধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে দাবি করেন ওই গৃহবধু । গত ৬ আগস্ট তিনি ভাতার থানায় এনিয়ে অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্তে নামে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,রবিবার গভীর রাতে ভাতার বাজারের রবীন্দ্রপল্লি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল শেখ আলম, নাসিরউদ্দিন শেখ ও মহম্মদ সাকিম নামে ওই ৩ যুবক । পুলিশ তাদের আটকে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু তাদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ । সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনায় তারা যুক্ত বলে দাবি পুলিশের । যদিও এদিন বিকেল পর্যন্ত পুলিশ চুরি যাওয়া সামগ্রীর কোনও হদিশ করতে পারেনি । পুলিশ জানিয়েছে,ধৃতদের জেরা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে ।।