এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ জুলাই : রিপাবলিক বাংলার সাংবাদিক কিশলয় মুখার্জীর হামলার ঘটনা ঘটেছে । রিপাবলিক বাংলার ইংরাজি অনলাইন সংস্করণে বলা হয়েছে,মঙ্গলবার গভীর রাতে বাড়ি ফেরার পথে কলকাতার ব্যস্ততম অঞ্চল পার্ক সার্কাসের কাছে এক ছিনতাইকারীর আক্রমণের শিকার হন রিপাবলিক বাংলার উপস্থাপক কিশলয় মুখার্জি । ডাকাতির চেষ্টা প্রতিরোধ করলে আক্রমণকারী তার মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং ধারালো ছুরি দিয়ে বারবার আঘাত করে।’ আরও বলা হয়েছে,’গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় কিশালয়কে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। একই রাতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়, কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
এদিকে সাংবাদিকের উপর এই হামলার নিন্দায় সরব হয়েছেন বিজেপি নেতারা । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স-এ লিখেছেন,রিপাবলিক বাংলার একজন নির্ভীক সাংবাদিক কিশলয় মুখার্জির উপর মর্মান্তিক আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসনের অধীনে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার সম্পূর্ণ পতনের এক ভয়াবহ স্মারক। গত রাতে কলকাতার পার্ক সার্কাস দিয়ে গাড়ি চালানোর সময় কিশলয়কে নির্মমভাবে পথভ্রষ্ট করা হয়েছিল এবং ব্লেড দিয়ে আক্রমণ করা হয়েছিল। তার আঘাতের ছবিগুলি আক্রমণের ভয়াবহতা প্রমাণ করে এবং আক্রমণকারীরা যে এখনও পালিয়ে আছে তা আমাদের রাজ্যে যে নৈরাজ্য ছড়িয়ে পড়েছে তার স্পষ্ট প্রমাণ দেয়।
আরজি কর ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ভুলে গেলে চলবে না, যেখানে তিনি নিরাপত্তার কারণে নারীদের রাতে কাজের জন্য বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে বলেছিলেন; এটি নাগরিকদের সুরক্ষা দিতে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার জঘন্য স্বীকারোক্তি। আর এখন, মনে হচ্ছে পুরুষরাও রাতে নিরাপদ নন, যেমন কিশালয়ের আক্রমণ প্রমাণ করে। আইনশৃঙ্খলার উন্নতিতে এই সরকারের সম্পূর্ণ অক্ষমতার কারণে আমাদের কি শীঘ্রই পুরুষদের জন্য একই রকম নির্দেশ আশা করা উচিত? পুলিশ কমিশনার এই সংকট মোকাবেলা করার পরিবর্তে, জননিরাপত্তার চেয়ে রাজনৈতিক সমাবেশকে অগ্রাধিকার দিয়ে ২১শে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানের ব্যবস্থা করতে ব্যস্ত!’
https://twitter.com/SuvenduWB/status/1945359516251431131?t=V5ZnxM_ipApf9NAp-X3oMw&s=19
লকেট চ্যাটার্জি ফেসবুক পেজে লিখেছেন,’আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি? কিশলয় মুখার্জী ( সাংবাদিক) একটি রিপোর্টিংয়ের কাজ সেরে ফিরছিলেন। পার্ক সার্কাস স্টেশনের কাছে হঠাৎ করেই একদল দুষ্কৃতী তাকে ঘিরে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্লেড দিয়ে তার উপর হামলা চালায়। কিশলয় মারাত্মকভাবে আহত হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত। এই ঘটনা কি শুধুই এক সাংবাদিকের উপর হামলা? না!
এটি এক প্রতীকী আঘাত — বাকস্বাধীনতার উপর? মতপ্রকাশের অধিকার ও সত্য প্রকাশের সাহসের উপর। এই ঘটনা পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর বাস্তবচিত্র তুলে ধরল — যেখানে সাংবাদিকরাও আর নিরাপদ নন!কিশলয় মুখার্জীর অপরাধ কী? সত্য বলার সাহস?কার নির্দেশে এই হামলা? পুলিশ প্রশাসন কি জানে না এই দুষ্কৃতীদের পরিচয়? আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি? একটি রাজ্য যেখানে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে এখন হাতিয়ার হলো ব্লেড, হুমকি, হত্যার চেষ্টা…এটা কি গণতন্ত্র?’
সাংবাদিক প্রসূন মৈত্র নিজের পেজে লিখেছেন,সুদুর কর্নাটকের গৌরী লঙ্কেশের জন্যে কয়েকহাজার টন নিউজপ্রিন্ট খরচ করা পশ্চিমবঙ্গের কটা মিডিয়া গতকাল রাতে কলকাতার পার্ক সার্কাসে রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক, কিশলয় মুখার্জীর উপর হওয়া হামলা নিয়ে কত কলমের রিপোর্ট করেছে? বাঙালীর হোমল্যান্ডের খোদ রাজধানীতে বাঙালী সাংবাদিক আক্রান্ত হওয়া নিয়ে মমতা ব্যানার্জি কোন বিবৃতি দিয়েছেন কি? নাকি পার্ক সার্কাস, মেটিয়াব্রুজ বা গার্ডেনরিচ এলাকাগুলি কলকাতা পুলিশের এলাকার মধ্যে পড়েনা?’
রাজ্য বিজেপির যুবনেতা তরুনজ্যোতি তিওয়ারি লিখেছেন,’কিশালয়ের উপর বর্বর হামলা – প্রশ্ন অনেক, উত্তর কোথায়? গতকাল রাতে রিপাবলিক বাংলার সাহসী সঞ্চালক কিশালয়-এর উপর পার্ক সার্কাসে নৃশংস হামলা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে ব্লেড চালানো হয়েছে, ছিনতাই হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে —এটা কি শুধুই এক “ছিনতাই”? না কি এই আক্রমণের পেছনে লুকিয়ে আছে তাঁর টিকি, তুলসীর মালা, আর তাঁর হিন্দু পরিচয়?
কিশালয় একজন পরিচিত মুখ, যিনি বারবার পশ্চিমবঙ্গের দুর্নীতি, প্রশাসনিক পক্ষপাত, আর হিন্দুদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। এই আক্রমণ কি তাহলে তার কণ্ঠ রোধের চেষ্টা? পার্ক সার্কাসে ব্লেড চালানো, ছিনতাই, গ্যাং কালচার — এগুলো নতুন কিছু নয়। আর এই রাজ্যে একজন গরুর দুধ খেতে প্রচন্ড ভালোবাসেন এবং তার গরুই পশ্চিমবঙ্গের অন্য মানুষদের গুঁতিয়ে বেড়াচ্ছে।
কিশালয় আজ হাসপাতালে। তাঁর দোষ কী ছিল? সত্য বলার সাহস? পশ্চিমবঙ্গের মানুষদের এখনই ভাবতে হবে —আপনারা কাকে ভোটে জিতিয়েছেন? আর সেই আমলে বাংলা কোথায় নেমে গেছে?’
https://twitter.com/amitmalviya/status/1945196838300319941?t=JBCqBF3FXF_zZ4QtFH3sZQ&s=19

