এইদিন স্পোর্টস নিউজ,১৬ জুলাই : অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্ট ইতিহাসে অন্যতম লজ্জাজনক রেকর্ড গড়ে কিংবদন্তি ভিভ রিচার্ডস, ব্রায়ন লারাদের ওয়েস্ট ইন্ডিজ এখন প্রচন্ড চাপে আছে ৷ নিজেদের মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারের পর এখন তারা দ্রুত ঘুরে দাঁড়াতে চাইছে । ভুলত্রুটি, দুর্বলতা খুঁজতে এখন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) দ্বারস্থ হয়েছে দেশের কিংবদন্তি খেলোয়াড়দের । ব্রায়ান লারা, স্যার ভিভ রিচার্ডস ও ক্লাইভ লয়েডকে নিয়ে একটা জরুরি বৈঠক ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল কর্তৃপক্ষ । ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ডঃ কিশোর শ্যালো জানান, এই হার গোটা ক্যারিবীয় ক্রিকেট সম্প্রদায়কে হতবাক করেছে। তার ভাষায়,‘এই হারের পর আমাদের,খেলোয়াড়দের এবং সমর্থকদের অনেকেই কয়েক রাত ঘুমাতে পারবে না। কিন্তু এই মুহূর্তটিকে আমাদের পতনের শেষ নয়, বরং নতুন করে গড়ার সূচনা হিসেবে দেখতে হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মাত্র ২৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ যা টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলগত স্কোর। এর মধ্যে সাত ব্যাটার শূন্য রানে ফিরেছেন, যা এই ফরম্যাটের ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে। দলের শীর্ষ ছয় ব্যাটার মিলে মাত্র ৬ রান করেন । এমন শোচনীয় পারফরম্যান্সের পর সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে।
এই পরিস্থিতিতে বোর্ড গঠন করেছে ‘ক্রিকেট স্ট্র্যাটেজি ও অফিসিয়েটিং কমিটি’। লারা-রিচার্ডস-লয়েড ছাড়াও এতে যুক্ত হয়েছেন শিবনারায়ণ চন্দরপল, ডেসমন্ড হেইন্স ও ইয়ান ব্র্যাডশ। এই কমিটির উদ্দেশ্য হবে বাস্তবভিত্তিক সুপারিশের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎ পথ নির্ধারণ করা। ডঃ শ্যালো বলেন,‘এই কিংবদন্তিরা কেবল প্রতীকি নয়, তারা সক্রিয়ভাবে কাজ করবেন। আমাদের দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা—খেলোয়াড়,সমর্থক,কোচ,প্রশাসক ও অতীত নায়কদের একসঙ্গে এগিয়ে চলা।’ টেস্ট সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, যা শুরু হবে ২১ জুলাই। এরপর রয়েছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ ।।