এইদিন স্পোর্টস নিউজ,১৪ জুলাই : শোয়েব বাশিরের লাফিয়ে ওঠা ডেলিভারি মাঝ ব্যাটেই খেললেন মোহাম্মদ সিরাজ। কিন্তু বিধিবাম। বল ক্রিজে পড়ে পেছনের দিকে গড়িয়ে আঘাত করল লেগ স্টাম্পে। পড়ে গেল বেলস। ভারতের শেষ উইকেটটি নিয়ে দারুণ এক জয়ে বাঁধনহারা উল্লাসে মেতে উঠল ইংল্যান্ড দল। আর হতাশায় ক্রিজে মাথা নুইয়ে বসে রইলেন সিরাজ।
রাভিন্দ্রা জাদেজার সঙ্গে সিরাজের জুটিতে লর্ডস টেস্টে অবিশ্বাস্য এক জয়ের আশা জাগিয়েছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। ভারতকে ১৯৩ রানের লক্ষ্য দিয়ে ২২ রানের অসাধারণ জয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে এগিয়ে গেল বেন স্টোকসের দল।
সতীর্থদের ব্যর্থতার দিনে একাই লড়াই করেন জাদেজা। তিনি যখন ক্রিজে যান, তখন ৭১ রান ৫ উইকেট নেই ভারতের। পরে দ্রুত লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দারকেও হারাতে হয় । বড় পরাজয়ের শঙ্কায় পড়া দলকে চোয়ালবদ্ধ দৃঢ়তায় কক্ষপথে ফেরান জাদেজা। তাকে দারুণ সঙ্গ দেন শেষ তিন ব্যাটসম্যান নিতিশ কুমার রেড্ডি, জাসপ্রিত বুমরাহ ও সিরাজ। কিন্তু শেষ পর্যন্ত দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারেননি জাদেজা। ১ ছক্কা ও ৪টি চারে ১৮১ বল খেলে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের আর কেউ ৪০ রানও করতে পারেননি।
দিনের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে ইংল্যান্ড। ৪ উইকেটে ৫৮ রান নিয়ে খেলতে নামা প্রতিপক্ষের প্রথম সেশনেই আরও ৪ উইকেট তুলে নেয় তারা। দ্বিতীয় সেশনে জাদেজার সঙ্গে বুমরাহ ও সিরাজ প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত জয়ের হাসি ফোটে ইংলিশদের মুখেই। ইংল্যান্ডের হয়ে এদিন ম্যাথারন বোলিং করেন স্টোকস। প্রথম সেশনে ৯ ওভারের স্পেল করা স্বাগতিক অধিনায়ক দ্বিতীয় সেশনে করেন টানা ১০ ওভার। ইনিংসে সবচেয়ে বেশি ২৪ ওভার করে ৪৮ রানে ৩ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে তার শিকার ছিল ২ উইকেট।
ব্যাট হতেও দলের জয়ে বড় অবদান রাখেন স্টোকস। দুই ইনিংসে তার রান ৪৪ ও ৩৩। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন জফ্রা আর্চারও। দুটি প্রাপ্তি ব্রাইডন কার্সের। একটি করে শিকার ধরেন ক্রিস ওকস ও বাশির।
এদিন ভারত শিবিরে শুরুতেই ছোবল দেন আর্চার। দুর্দান্ত এক ডেলিভারিতে রিশভ পন্তের অফ স্টাম্প ভেঙে দেন লম্বা সময় পর টেস্ট খেলতে নামা ইংলিশ পেসার। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে দুই ওভার পর ফিরিয়ে দেন স্টোকস। অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন ভারত ওপেনার। রিভিউ নিয়ে তাকে ফেরায় ইংলিশরা। পরের ওভারেই নিজের বলে ডানদিকে ঝাঁপিয়ে চোখধাঁধানো এক ক্যাচে ওয়াশিংটন সুন্দারকে বিদায় করেন আর্চার। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরার চেষ্টা চালান জাদেজা ও নিতিশ। নিতিশকে কট বিহাইন্ড করে তাদের প্রতিরোধ ভাঙেন ওকস। ১১২ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।
পরে জাদেজাকে দারুণ সঙ্গ দেন বুমরাহ। দুইজনে মিলে কাটিয়ে দেন ২২ ওভার। তাদের ১৩২ বল স্থায়ী জুটিতে আসে ৩৫ রান। যেখানে বুমরাহর অবদান ৫৪ বল খেলে ৫। এই দুইজনের প্রতিরোধ ভাঙেন স্টোকস। তার শর্ট ডেলিভারিতে পুল শট খেলে মিড-অনে ধরা পড়েন বুমরাহ। তার বিদায়ের পর জাদেজার সঙ্গে ইংলিশদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান সিরাজ। দ্বিতীয় সেশনের বাকিটা কাটিয়ে দেন তারা। তৃতীয় দিন আঙুলে চোট পাওয়া বাশিরকে তেমন বোলিং করায়নি ইংল্যান্ড। ইনিংসে নিজের ষষ্ঠ ওভার করতে এসে কিছুটা ভাগ্যের ছোঁয়ায় সিরাজকে ফিরিয়ে দলকে আনন্দে ভাসান তিনি। সিরাজ ৩০ বল খেলে করেন ৪ রান।ওল্ড ট্র্যাফোর্ডে দুই দলের চতুর্থ টেস্ট শুরু আগামী ২৩ জুলাই।।