প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ আগষ্ট : বিরল প্রজাতির একটি ক্যামেলিয়ন উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল এক যুবক।পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা । শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত ক্যামেলিয়নটি থাকে পুলিশের আশ্রয়েই । এদিন দুপুরে বনকর্মীরা জামালপুর থানায় এসে ক্যামেলিয়নটিকে উদ্ধার করে নিয়ে যায় ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,ক্যামেলিয়নটিকে যে যুবক উদ্ধার করে তার নাম হিরু মালিক। জামালপুর থানার নতুনগ্রামে
তার বাড়ি । পেশায় দিন মজুর হিরু মালিক
জানিয়েছেন ,শনিবার বিকালে তিনি সাইকেলে
চেপে জামালপুর স্টেশনপাড়া দিয়ে যাচ্ছিলেন । ওই সময়ে তিনি সবুজ রঙা অদ্ভুদ দর্শন প্রাণীটিকে দেখে থমকে দাঁড়িয়ে যান ।
পরে প্রাণীটিকে উদ্ধার করে তিনি নিয়েযান নিজের বাড়িতে । এই খবর পেয়ে জামালপুর থানার ভিলেজ পুলিশ অভিজিৎ দাস ও সিভিক ভলেন্টিয়ার কবীর মল্লিক পৌছে যান হুিরু মালিকের বাড়িতে । প্রাণীটিকে দেখার পরেই তারা বুঝতে পারেন হিরু মালিক যে প্রাণীটিকে উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে গেছে সেটি আসলে বিরল প্রজাতির ক্যামেলিয়ন।ভিলেজ পুলিশ অভিজিৎ এরপরেই প্রাণীটির বিষয়ে থানায জানালে পুলিশ কর্তারা প্রাণীটিকে থানায় নিয়ে চলে আসতে বলেন । প্রাণীটি নিরাপদ আশ্রয় ফিরে পাবে জানতে পেরে হিরু মালিক শনিবার সন্ধ্যায় ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে থানায় গিয়ে ক্যামেলিয়নটি দিয়ে আসে । পুলিশ কর্তারা বনদপ্তরে খবর দিলে রবিবার দুপুরে ক্যামেলিয়নটিকে উদ্ধার করে নিয়েযান বনদপ্তরের কর্মীরা ।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ,প্রাণীটি ইন্ডিয়ান ক্যামেলিয়ন ।এই ধরণের প্রাণী এখন সচারচর দেখা যায়না। এই প্রাণীরা দেহের রঙ পরিবর্তন করে । এই প্রাণী গাছের কচি পাতা ও পোকা মাকড় খেয়ে বেঁচে থাকে । ঝোপ জঙ্গল ঘেরা যে জায়গায় পোকা মাকড় থাকে সেই জায়গাতেই মূলত ক্যামেলিয়নের আশ্রয়স্থল ।।