এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ জুলাই : আজ সোমবার চাকরিহারারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন । তারা চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করতে । সেই মত আজ হাওড়ার স্টেশনের কাছে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে জমায়েত করেন চাকরিহারারা। এরপর নিউ কমপ্লেক্সের ক্যাব রোড ধরে এগোতে থাকে মিছিল। পরিকল্পনা ছিল, বঙ্কিম সেতু হয়ে হাওড়া ময়দান। তারপর ডানদিকে বেঁধে মহাত্মা গান্ধী রোড হয়ে মিছিল আসবে বঙ্কিম সেতুর নীচে। কিন্তু তারপরেই বিশাল পুলিশ বাহিনী তাদের আটকে দেয় । ফলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আশা অধরা থেকে যায় । ব্যর্থ হয় চাকরিহারাদের নবান্ন অভিযান । এরজন্য চাকরিহারাদের মধ্যে ‘মাকু’ মনোভাবাপন্ন লোকজনদের দায়ি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
চাকরিহারাদের সাথে বৈঠকের পর মুখ্যসচিবের বেরিয়ে যাওয়ার ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা এক্স-এ লিখেছেন, ‘প্রিয় যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী বন্ধুগণ,আজ আবার আপনাদের নবান্ন অভিযানের ডাক অসম্পূর্ণ রয়ে গেলো। বৃষ্টি বাদলের দিনে, কষ্ট করে ভিজে দুর্গে পরিণত নবান্ন চত্বর পৌঁছানোর জন্য পুলিশের নানা রকম বাধা বিপত্তি পেরনোর চেষ্টা করেও মুখ্যমন্ত্রীর বদলে মুখ্যসচিবের সঙ্গে কথা বলার সুযোগ হলো, তাও নবান্নে নয় শিবপুরে হাওড়া পুলিশ লাইনে !
আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হলো আপনাদের মধ্যে মিশে থাকা কিছু ‘মাকু’ মনোভাবাপন্ন লোকজন। এই ধরণের ব্যক্তিদের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে ‘আর জি কর’ আন্দোলনও মাঝপথে ভেস্তে যায়।’
তিনি ‘মাকু’দের চিহ্নিত করে রাষ্ট্রবাদীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বার্তা দিয়ে লিখেছেন,’আমার অনুরোধ, আপনারা এই ব্যক্তিদের চিহ্নিত করুন ও নিশ্চিত করুন যাতে আন্দোলনের রাস এদের হাতে না থাকে, নয়তো আপনাদের আন্দোলনের পরিণতি ‘আর জি কর’ এর মতো হবে। রাষ্ট্রবাদীরা একত্রিত হোন, বিজেপি আপনাদের পাশে আছে। আপনারা এই লড়াইতে একা নন। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন কি ভাবে ধোকা ও মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের ছত্রভঙ্গ করবেন, এবং ওনার হাত শক্ত করবেন আপনাদের মধ্যে মিশে থাকা এই ‘মাকু’ মনোভাবাপন্ন লোকজন। তাই আগামী দিনে সঠিক পথ চয়ন করতে ও সঠিক দিক নির্ণয় করতে রাষ্ট্রবাদীদের সাথে আলোচনা করুন। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ।
উল্লেখ্য, যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের মূলত ৪টি দাবি ছিল । তাদের দাবি হল, যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহাল করতে হবে। রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে। যোগ্যদের সার্টিফায়েড তালিকা প্রকাশ এবং OMR শিট প্রকাশ করে আইনি উপায়ে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এই দাবিতেই আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ।।

