এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৩ জুলাই : দুই বাংলাদেশি-সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃত বাংলাদেশিরা হল নুরুল ইসলাম (৪০) ও মহম্মদ বাদশা (৩০)।তারা বাংলাদেশের রাজশাহী জেলার চাপাই নবাবগঞ্জ থানার চর বাগডাঙা ও নরেন্দ্রপুরে গ্রামের বাসিন্দা । আর ভারতীয় দালালকে ভারতী লালন শেখ (৩২) হিসাবে চিহ্নিত করেছে পুলিশ । তার বাড়ি মুর্শিদাবাদের রানিনগর থানার খামারপাড়া এলাকায় ।
পুলিশ সূত্রে খবর,শনিবার গভীর রাতে রানিনগর থানা এলাকার কাহারপাড়া সীমান্তে লোহার সেতুতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই দুই বাংলাদেশি । পুলিশ তাদের আটকে জেরা করতেই জানতে পারে যে তারা আদপে বাংলাদেশি নাগরিক এবং ভারতী লালন শেখ নামে ওই দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছে । এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশ । আজ ধৃতদের আদালতে পাঠানো হয় ।।

