এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া ও ভাতার,(পূর্ব বর্ধমান),২২ আগস্ট : রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ও ভাতার থানা এলাকায় দুই পৃথক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু হল । আহত হয়েছেন মোট ১৮ জন । মৃত ব্যক্তির নাম খোকন দাস । তাঁর বাড়ি মন্তেশ্বর থানার বাঘাসন গ্রামে ।
রবিবার সকাল ৬ টা নাগাদ প্রথম দূর্ঘটনাটি ঘটে কাটোয়া থানার গোপখাজির কাছে । জানা গেছে, এদিন সকালে একটি ট্রাক্ট্রর মালডাঙ্গা থেকে কাটোয়ার দাঁইহাট শহরের দিকে আসছিল । ট্রাক্টরে চালকের পাশে বসেছিলেন খোকন দাস । গোপখাজির কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরচালিত ভ্যানের সঙ্গে ট্রাক্ট্ররটির মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষের পর ট্রাক্ট্ররটি উলটে পড়ে । তার তলায় চাপা পড়ে যান খোকনবাবু । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । গুরুতর জখম হন ট্রাক্টর ও মোটর ভ্যানের চালক । খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে ।
দ্বিতীয় দূর্ঘটনাটি ঘটে ভাতার থানার নর্জা গ্রামের কাছে বাদশাহী রোডে । স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন একটি যাত্রীবাহী বাস বাদশাহী রোড ধরে মঙ্গলকোটের নতুনহাট মুখে যাচ্ছিল । সকাল ১১ টা নাগাদ বাসটি নর্জা গ্রামের কাছে এলে একটি লরিকে ওভারটেক করতে যায় । তখন বাসটি লরিটির পিছনে সজোরে ধাক্কা দেয় । তার জেরে ১৬ জন বাসযাত্রী জখম হন । পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।।