এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ আগস্ট : সড়ক পথের উপর দীর্ঘ দিন ধরেই বড় গর্তের সৃষ্টি হয়েছিল । একটি ধান বোঝাই ট্রাক্ট্রর রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রলির চাকা ওই গর্তে এসে পড়ে । ফলে জোর ঝাঁকুনিতে ভেঙে যায় ট্রলির যন্ত্রাংশ । এরপর চাকা খুলে রাস্তার উপর উলটে পড়ে ধান বোঝাই ট্রলিটি । রবিবার দুপুর প্রায় ১২ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে । এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই । সেই সময় বাজারে লোকজন কম থাকায় বড়সড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ । দূর্ঘটনার জেরে সড়কপথে বেশ কিছুক্ষনের জন্য যানজটের সৃষ্টি হয় ।
স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন মঙ্গলকোট থানার শিমুলিয়া গ্রাম থেকে আসছিল ওই ধান বোঝাই ট্রাক্টরটি । ট্রাক্ট্ররের ট্রলিতে প্রায় ১০০ বস্তা ধান ছিল । সেই ধান নিয়ে ভাতারের নর্জার একটি চালকলে আসছিল ট্রাক্টর চালক শিমুলিয়ার বাসিন্দা বুদ্ধদেব গড়াই । বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথ ধরে আসার সময় ভাতার বাজারে নাসিগ্রাম মোড়ে আসতেই দূর্ঘটনার কবলে পড়ে ট্রাক্ট্রটি
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার উপরে তৈরি হওয়া একটি গর্তের মধ্যে ট্রাক্ট্ররের ট্রলির ডান দিকের চাকাটি এসে পড়ে । সেই সময় ট্রাক্টরের গতিবেগ বেশি থাকার কারনে জোরে ঝাঁকুনি হয় । আর তারপরেই ট্রলির যন্ত্রাংশ ভেঙে যায় । এরপর ট্রলির ডানদিকের চাকাটি খুলে গিয়ে ধানসহ ট্রলিটি রাস্তার একাংশ ও ফুটপাথের উপরে উলটে পড়ে । তবে সেই সময় বাজারে বিশেষ লোকজন না থাকায় বড়সড় কোনও দূর্ঘটনা ঘটেনি ৷
স্থানীয়দের অভিযোগ,ভাতার বাজারে নাসিগ্রাম মোড়ে দীর্ঘদিন ধরেই দুটি বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ তার জন্য প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে । অথচ তা মেরামতির কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না । এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যাবসায়ীরা । ।