এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২১ আগস্ট : বিদ্যুতের খুঁটি শর্ট সার্কিট হয়ে গিয়েছিল । এক শিশুকন্যা খুঁটিতে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর । যদিও তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শিশুটি প্রাণে বেঁচে যায় । এদিকে খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মেরামতির কাজ করতে এলে গ্রামবাসীরা তাঁদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় । শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত আকুই গ্রামে । গ্রামবাসীরা অভিযোগ তোলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফেলতির জেরেই এদিনের এই ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়ে ইন্দাস থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় । যদিও এই দিনের ঘটনা প্রসঙ্গে বিদ্যুৎদপ্তরের কর্মীরা কোনও মন্তব্য করতে চাননি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সুমনা রুইদাস নামে এক বছর পাঁচেকের শিশুকন্যা তার দাদাকে ডাকতে যায় । তখন রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে সে হাত বিদ্যুৎপিষ্ট হয় । মেয়েটি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । বিষয়টি শিশুটির মায়ের নজরে পড়ে যায় । তিনি তখন ছুটে গিয়ে তাঁর মেয়েকে কোনও রকমভাবে খুঁটির সংযোগ থেকে সরিয়ে আনতে সক্ষম হন । এরপর শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ইন্দাস বক্ল হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন । চিকিৎসকরা জানিয়েছে শিশুটির অবস্থা স্থিতিশীল।
জানা গেছে,এই খবর বিদ্যুৎ বিভাগের অফিসে গেলে দপ্তরের কর্মীরা মেরামতির জন্য তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন । আর তখনই ক্ষিপ্ত গ্রামবাসীরা দপ্তরের কর্মীদের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ তুলে তাঁদের ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় । যদিও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
আহত শিশুর বাবা লক্ষীনারায়ন রুইদাসের অভিযোগ, ‘সম্প্রতি মেই লাইন থেকে দুটি বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে । আর ঠিক তার পরেই এদিন আমার মেয়ে বিদ্যুতের খুঁটিতে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল । নিশ্চয় কাজের কোথাও গাফেলতি ছিল । সেই কারনে বিদ্যুতের পোল শর্ট সার্কিট হয়ে গিয়েছিল ।’।