এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি, ৯ জুলাই : ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে । ব্যাপক পাথরবাজির পাশাপাশি প্রচুর ঘরবাড়ি, দোকান, গাড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । সংঘর্ষে এক মহিলা ও তার শিশুসন্তান আহত হয়েছে এবং তাদের শিলিগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর । প্রচুর র্যাফ ও পুলিশবাহিনী সাথে নিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় উত্তরবঙ্গের পুলিশ কর্তাদের ৷ এই ঘটনার জেরে বিজেপি বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের নেতৃত্বে থানা ঘেরাও করে বেশ কিছু সাধারণ মানুষ ।
শিলিগুড়ি টাইমসের খবর অনুযায়ী,দিন কয়েক আগে শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের জ্যোতি নগর কলোনিতে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল, সেই সময় স্থানীয় যুবকদের সাথে ডাঙ্গিপাড়ার একটি দলের মধ্যে বিরোধ দেখা দেয়। স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে প্রাথমিকভাবে বিষয়টি মিটে গেলেও, উত্তেজনা আবার দেখা দেয়। মঙ্গলবার, প্রায় ১৫-২০ জন যুবক হকার্স কর্নারের একটি দোকানের এক কর্মীর উপর হামলা চালায়, তাকে জোর করে ডাঙ্গিপাড়ায় নিয়ে যায় এবং তাকে মারাত্মকভাবে মারধর করে বলে অভিযোগ । পরে প্রহৃত ব্যক্তি নিরাপদে বাড়ি ফিরে যেতে সক্ষম হয়। ঘটনার পর, ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা শিলিগুড়ি থানায় জড়ো হয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কিন্তু পুলিশ আক্রমণকারীদের পরিবর্তে আক্রান্ত যুবককে গ্রেপ্তার করলে উত্তেজনা আরও বেড়ে যায়।
জানা গেছে, বাগরাকোট ও ডাঙ্গিপাড়ার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে । দুই পাড়ার মাঝামাঝি গেছে রেলপথ । আজ বুধবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে ফের উত্তেজনা ছড়ালে রেললাইনের পাথর তুলে ব্যাপক পাথরবাজির ঘটনা ঘটে । পুলিশবাহিনীর সামনেই চলে এই তান্ডব৷ পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয় যে পুলিশকে কার্যত অসহায় অবস্থায় দেখা যায় । পুলিশ ২ রাউন্ড টিয়ার গ্যাসের সেল ফাটায় ।
এদিকে বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন সহ বিজেপি নেতারা দলীয় কর্মী এবং প্রহৃত ব্যবসায়ীর পরিবারের সাথে থানায় বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ করেন। পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরে রাস্তা অবরোধ শেষ হয়।
বিধায়ক শঙ্কর ঘোষ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘শিলিগুড়ি পুলিশ প্রশাসনের কাছে দাবি যে গতকাল হকার্স কর্নার থেকে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিবাদের কারণে যে কিশোর ছেলেটিকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে দাবি রাখছি : ১) অবিলম্বে শিলিগুড়ি হকার্স কর্নারে ঘটনার সময় সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনতে হবে ( হকার্স কন্যার থেকে কিশোর ছেলেটিকে তুলে নিয়ে যাওয়া হয়) । ২) ছেলেটিকে যেখানে নিয়ে গিয়ে মারা হয় সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে নিয়ে আসতে হবে । ৩) খবরের প্রকাশ দুটি ওয়েব চ্যানেলে গতকালের লাইভ টেলিকাস্ট ডিলিট করিয়ে দেওয়া হয় । কেন এবং কার স্বার্থে ?’

