এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ জুলাই : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরণস্থল থেকে আজ সোমবার নমুনা সংগ্রহ করল সিআইডি বোম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল । তারা দীর্ঘক্ষণ ধরে বিস্ফোরণস্থল খুঁটিয়ে পরীক্ষা করেন । যে ঘরে বসে দুস্কৃতীরা বোমা বাঁধছিল দেখা যায় ওই ঘরের টিনের চাল ছিন্ন বিছিন্ন হয়ে উড়ে গিয়েছে। দশ ইঞ্চি ইঁটের গাথনি দেওয়ালগুলি ধুলিসাৎ হয়ে গিয়েছে।
গত শুক্রবার রাতে কাটোয়া থানার রাজুয়া গ্রামের উত্তরপাড়ায় মৃত মিন্টু শেখের বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল । সেই সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের অভিযাতে ঘরটি কার্যত ধূলিস্যাৎ হয়ে যায় । বিস্ফোরণের জেরে দুই হাত উড়ে যায় বীরভূম জেলার নানুর থানার সিয়ালা গ্রামের বাসিন্দা বরকত কারিগর (৩৬) নামে এক দুষ্কৃতীর। তার সারা শরীরের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার মাস্টার মাইন্ড রাজুয়া গ্রামের আস্তানাপাড়ার বাসিন্দা শেখ তুফান চৌধুরী নামে আরও এক দুস্কৃতীর শরীর ঝলসে যায়। এখনও তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ইব্রাহিম শেখ ও সফিক মণ্ডল নামে আরও দুজন জখম হলেও ঘটনার পর তাঁরা মাঠে মাঠে ছুটে পালিয়ে যায় বলে জানতে পেরেছে পুলিশ। ওই বোমা বিস্ফোরণের ঘটনার পর পুলিশ তুফান চৌধুরী সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ।
ধৃতদের মধ্যে রয়েছে মাষ্টারমাইণ্ড শেখ তুফান চৌধুরী, লিঙ্কম্যান জামির শেখ,রাজুয়া গ্রামের বাসিন্দা আবু তাহের ওরফে হাঁসু, অনুপ কায়িম শেখ ওরফে পিনু, নজরুল মোল্লা এবং জোমেইদ শেখ । ধৃতদের মধ্যে হাঁসু ও পিনু হল ওই বাড়ির মালিকের ছেলে । তুফানকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ । বাকিদের শনিবার রাতে অভিযান চালিয়ে পাকড়াও করা হয় ।
আজ সকাল ১১-২০ নাগাদ আসে সিআইডি বোম্ব স্কোয়াড । তারা প্রথমে আর কোথাও বিস্ফোরক আছে কিনা খতিয়ে দেখে । বেশ কিছু নমুনা সংগ্রহ শুরু করেন। দুপুর একটা নাগাদ আসে ফরেনসিক বিশেষজ্ঞ দল। দুটি দল বিকেল প্রায় সাড়ে চারটে পর্যন্ত ঘটনাস্থল পূঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখে । এদিন ঘটনাস্থল থেকে পাওয়া যায় মানব শরীরের অংশ । তদন্তকারী দল মনে করছে যে ওই দেহাংশ মৃত বরকত কারিগরেরই ।।

