এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ জুলাই : দুটি চারচাকা গাড়িতে আগুন লাগানোর ঘটনায় ২ ভাইকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ ৷ ধৃত দুই ভাইয়ের নাম শেখ সামিম ও শেখ ইয়াসিন । তাদের বাড়ি ভাতার থানার পাটনা গ্রামে ৷ রবিবার রাতে দুই পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । আজ সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠায় পুলিশ ।
জানা গেছে,অভিযুক্তদের প্রতিবেশী শেখ সাহাদত নামে এক যুবক তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ৷ তিনি পুলিশকে জানিয়েছিলেন,তার দুটো চারচাকা গাড়ি শনিবার রাতে যথারীতি বাড়ির সামনেই খোলা জায়গায় রাখা ছিল । গভীর রাতের দিকে ওই গাড়িদুটিতে কেউ আগুন ধরিয়ে দেয় । শেখ সাহাদতের ভাতৃবধূ দুজনকে পালিয়ে যেতে দেখেছে বলেও দাবি তিনি দাবি করেন । এরপর তিনি সুনির্দিষ্ট ভাবে প্রতিবেশী শেখ সামিম ও শেখ ইয়াসিনের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন ভাতার থানায় । পুরানো রাগের জেরেই তারা এই কান্ড ঘটিয়েছে বলে তিনি মনে করছেন ।।

