এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ জুলাই : ‘কোনো বাপের ব্যাটা যাতে এজেন্ট হওয়ার সাহস না করে সেই পরিস্থিতি তৈরি করতে হবে’-এই ভাষাতেই ফের প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ । বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন,’একসময় ফরওয়ার্ড ব্লকের শক্তিশালী নেতা, এখন হিংসা ও নির্যাতনের এখন তৃণমূল কংগ্রেসের মুখোশ ৷’
রবিবার কোচবিহারের সিতাইতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার ডাক দিয়েছিল তৃণমূল । ওই সভাতে উদয়ন গুহ বলেন,’একটা বিধানসভায় যদি বিজেপি কর্মীরা একজনও তৃণমূল কর্মী মার খায়, তাহলে আটটা বিধানসভায় আটজন বিজেপি কর্মীকে মারতে হবে । ওরা যে ঘটনা ঘটিয়েছে তার খেসারত দিতে হবে । তৃণমূল ছেড়ে কথা বলবে না ।’ এরপর তিনি বলেন, ‘ওরা হয়তো কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট ঢুকে যাবে । কিন্তু এমন অবস্থা তৈরি করতে হবে যাতে কোন বাপের বেটাও যেন রাত্রে শুয়ে চিন্তা না করে যে আমি এজেন্ট হব ।’
অমিত মালব্য তার ওই বক্তব্যের ভিডিও এক্স-এ শেয়ার করে লিখেছেন,’তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহ আবারও আলোচনায় – শাসনকার্যের জন্য নয়, হুমকি ও ভয় দেখানোর জন্য। বিজেপি সমর্থকরা যারা পোলিং এজেন্ট হতে চান তাদের কথা উল্লেখ করে তিনি বলেন: “এমনভাবে চাপ তৈরি করতে হবে যাতে বিছানায় শুয়ে থাকা অবস্থায়ও তারা এজেন্ট হওয়ার কথা ভাবতে সাহস না করে।” তিনি আরও লিখেছেন, ‘এই সেই উদয়ন গুহ যাকে ২০২১ সালে দিনহাটার মানুষ প্রত্যাখ্যান করেছিল। তাকে পিছনের দরজা দিয়ে বিধানসভায় ফিরে যেতে হয়েছিল। একসময় ফরওয়ার্ড ব্লকের শক্তিশালী নেতা, এখন হিংসা ও নির্যাতনের জন্য তৃণমূল কংগ্রেসের মুখোশ – গুহ বাংলায় তৃণমূল কংগ্রেস-ধাঁচের রাজনীতির সমস্ত ভুলের প্রতীক। কিন্তু এবার, শুধু দিনহাটা নয় – পুরো কোচবিহার দেখছে। আর জনগণ এই ধরণের হুমকির একটি নির্ণায়ক এবং গণতান্ত্রিক জবাব দেবে।’
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রাতে ঝিনাইডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের রাজু দে । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করে ।ওই ঘটনার পরদিন শুক্রবার জখম তৃণমূল নেতার ভাই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায়, বিধায়কের গাড়িচালক উত্তম গুপ্তা-সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করে । অভিযোগ দায়ের হতেই বিধায়কের ছেলে ও গাড়িচালককে গ্রেফতার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। পাশাপাশি বিধায়ক সুকুমার রায়ের একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করে । পুলিশের দাবি, ওই চারচাকা গাড়ি নিয়ে গুলি চালানো হয়েছিল । শুক্রবারই জখমকে দেখতে এসে হাসপাতালে দাঁড়িয়ে উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়ছিলেন যে তাদের দলীয় নেতাকে গুলির ঘটনায় খেসারত দিতে হবে বিজেপিকে।।

