এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২১ আগস্ট : তালিবানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করল আফগানরা । প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্র নেতৃত্বে বানু,পোল-এ-হেসার, দে সালা-বাঘলান উপত্যকার এই তিনটি জেলাকে আফগান যোদ্ধারা তালিবান মুক্ত করতে পেরেছে । মৃত্যু হয়েছে অন্তত ৬০ তালিবানি জঙ্গীর ৷ বর্তমানে আফগানি যোদ্ধারা বাঘলান প্রদেশ দখলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে খবর ।
এদিকে তালিবান বিরোধী জোট ক্রমশ শক্তিশালী হচ্ছে আফগানিস্তানে । সালেহ্র সঙ্গে পঞ্জশির প্রদেশের প্রভাবশালী তাজিক নেতা আহমেদ মাসুদ হাতও মিলিয়েছেন । আহমদ মাসুদ আফগানিস্তানের অন্যতম তালিবানবিরোধী যোদ্ধা আহমেদ শাহ মাসুদের পুত্র । আরও এক প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তমও রয়েছেন এই জোটে । আব্দুল রশিদ দোস্তামের বড় ছেলে ইয়ার মহম্মদ দোস্তাম তাঁর নিজস্ব আফগান যোদ্ধাদের নিয়ে তালিবানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন ।
জানা গেছে, সালেহ্ ও আহমদ মাসুদের নেতৃত্বে পঞ্চশির ভ্যালিতে প্রতিরোধের দেওয়াল ক্রমশ শক্ত হচ্ছে । এই মুহূর্তে তালিবানি আফগানিস্তানের মধ্যে হিন্দুকুশ পর্বত ঘেরা পঞ্চসির অঞ্চল পুরোপুরি স্বাধীন রয়েছে । এদিকে স্বাধীন আফগানিস্তানের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ প্রদর্শন ৷ তালিবানি পতাকা খুলে দেশের জাতীয় পতাকা টাঙিয়ে দিয়েছে ক্ষিপ্ত জনতা । এমনকি মহিলারা পর্যন্ত বোরখা পড়ে প্রতিবাদে সামিল হচ্ছেন ।
এদিকে এখনই কাবুলে প্রত্যাঘাত হানতে তৈরি নয় তালিবান বিরোধী জোট । বরঞ্চ ইসলামী জঙ্গি গোষ্ঠী আঘাত হানলে তাঁদের পিছিয়ে পড়তে হবে । তাই জোটের লক্ষ্য পারওয়ান এবং বাগলান প্রদেশ দখলে আনা । কারন বর্তমানে মাজার-ই-শরিফে অবস্থান করছে তালিবান বাহিনী । ফলে ওই দুই প্রদেশ দখলে আনতে পারলে রাজধানী কাবুলের সঙ্গে তালিবানবাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যাবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ।
সালেহ্ ইতিমধ্যেই বলে দিয়েছেন, তিনি কখনওই তালিবানের কাছে মাথা নোয়াবেন না । তাই এটা নিশ্চিত করে বলা যায় নতুন এক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগুচ্ছে তালিবান শাসিত আফগানিস্থান ।।
ছবি : ট্যুইটার ।