এইদিন ওয়েবডেস্ক,করাচি,০৬ জুলাই : পাকিস্তানের করাচিতে একটি বহুতল আবাসিক ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে এবং উদ্ধার অভিযান চলছে বলে আজ রবিবার কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার লিয়ারির বাগদাদি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। এখন পর্যন্ত নয়জন মহিলা, ১৫ জন পুরুষ এবং তিনজন শিশুসহ মোট ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ডন পত্রিকার খবরে বলা হয়েছে, এধি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মৃতদেহগুলি করাচির সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এধি রেসকিউ সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত তিনজন মহিলাসহ পাঁচজন আহত হয়েছেন। এদিকে, সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেছেন যে ভবন ধসের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত করা হবে।।

