এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ জুলাই : মদ্যপ অবস্থায় বাবার সঙ্গে বচসায় জড়িয়েছিল ছেলে । সেই সময় হুড়কো(দরজার খিল হিসাবে ব্যবহৃত বাঁশের খন্ড) দিয়ে সে বাবার মাথায় সজোরে আঘাত করে । সেই আঘাতেই মৃত্যু হয় বাবার । এদিকে ছেলেকে বাঁচাতে বাইক দুর্ঘটনার গল্প ফাঁদেন মা । হাসপাতাল থেকে তড়িঘড়ি স্বামীর দেহ গ্রামে আনিয়ে শ্মশানে শবদাহ করার পরিকল্পনা ছিল । কিন্তু গ্রামবাসীদের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায় ৷ ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার সলাইডাঙ্গা অঞ্চলের ইদাম গ্রামে। মৃতের নাম গণেশ সরকার (৫৬) । পুলিশ ঘাতক ছেলে অজয় সরকার (৩৪)কে গ্রেপ্তার করেছে । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে,অজয় মদের নেশায় আসক্ত । রোজ সন্ধ্যায় মধ্যপান করে বাড়ি ফিরত । এনিয়ে প্রায়ই অশান্তি হত বাড়িতে । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭ টা নাগাদ । অজয় যথারীতি মদ্যপান করে বাড়ি ফিরলে বাবা গণেশবাবুর সঙ্গে তার বচসা শুরু হয় ৷ সেই সময় ঘরের দরজার খিল হিসাবে ব্যবহার করা হুড়কো বা বাঁশের খন্ড দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে অজয় । গনেশবাবু সেখানেই লুটিয়ে পড়েন ।
জানা গেছে,প্রথমে গ্রামের এক হাতুড়ে চিকিৎসককে বাড়িতে ডেকে এনে গনেশবাবুর চিকিৎসা করা হয় । কিন্তু ওই চিকিৎসক তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় । এরপর প্রৌঢ়কে মালদা হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু শনিবার প্রায় ৮ টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
গ্রামবাসী গৌতম সরকার, বিশ্বনাথ সরকারদের কথায়, নিহতের মা ছেলেকে বাঁচাতে বাইক দুর্ঘটনার গল্প ফাঁদে । পরিবারের লোকজনেরা হাসপাতালে মিথ্যা কথা বলে দেহ বাড়ি এনে সৎকারের চেষ্টা করেন। কিন্তু তারা ঘটনার কথা জানতে পেরে গাজোল থানায় খবর দেন । এরপর পুলিশ মাঝপথেই দেহ আটকিয়ে ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।।

