এইদিন ওয়েবডেস্ক,ময়মনসিংহ,০৫ জুলাই : প্রেম-ধর্মান্তরিত ও নিকাহের অল্প দিনের মধ্যেই বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের উপমা রায় (২০) নামে এক হিন্দু তরুনীর লাশ উদ্ধার হল ফাঁকা মাঠে । সম্প্রতি এক মুসলিম যুবকের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সালমা আক্তার নামে পরিচিত হন এবং বিয়ের বন্ধনে আবদ্ধ হন ওই তরুনী । আজ শনিবার সকালে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়ি সংলগ্ন কচুক্ষেতের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, উপমা রায় ওরফে সালমা আক্তার সম্প্রতি পারিবারিক বিরোধ ও সামাজিক চাপের মধ্যে ছিলেন। ধর্মান্তর এবং ভিন্নধর্মে বিয়েকে কেন্দ্র করে তার ওপর পরিবার ও স্থানীয় মহলে নানান ধরণের মানসিক চাপ সৃষ্টি হয় । স্থানীয়দের দাবি, মেয়েটা কিছুদিন আগে হঠাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে এক ছেলের সঙ্গে বিয়ে করে। তারপর থেকে আর তেমন দেখা যেত না। আজ হঠাৎ শুনি, ওর লাশ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে কোনো বড় ধরনের আঘাতের চিহ্ন নেই, তবে মুখে কিছু আঁচড়ের দাগ দেখা গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে দেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,’আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি হত্যা না আত্মহত্যা — তা নিশ্চিত হতে তদন্ত চলছে। নিহত তরুণীর পরিবারের সদস্যদের ও তার স্বামীর পক্ষের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এদিকে ওই তরুনীর ধর্মান্তর, প্রেম এবং বিয়ের পর এমন মৃত্যু সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে সম্মানহানিকর প্রতিশোধমূলক হত্যাকাণ্ড বলেও আশঙ্কা করছেন। যদিও নিহত উপমা রায়ের পরিবার এখনো এই বিষয়ে মুখ খুলতে নারাজ। স্থানীয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মাঝে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাজুড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সামাজিক সংগঠনগুলো।।

