এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ জুন : মালদা জেলার মানিকচকের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্রর বিরুদ্ধে উঠল হিন্দু ধর্ম অবমাননার অভিযোগ । বৃহস্পতিবার তিনি দলীয় কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে বলেছেন,’আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম’, ‘হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু মুসলিমরা করে না’ । তার এই মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা করেছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য সহ রাজ্যের বিজেপি নেতারা । অমিত মালব্য এই মন্তব্যকে তৃণমূলের ‘ধর্মনিরপেক্ষতা নয়,বরঞ্চ প্রাতিষ্ঠানিক হিন্দু বিদ্বেষ’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আসলে, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল মালদা কলেজ অডিটোরিয়াম মঞ্চে । যুব তৃণমূল কংগ্রেসের ডাকা ওই সভায় ভাষণ দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র বলেন,’বিজেপি রামের নামে ভোট চাইছে। জয় শ্রীরাম বলতে পারলে জয় জগন্নাথ কেন বলতে পারব না। রাম আর জগন্নাথ কি আলাদা? আমাদের সব থেকে পছন্দ ইসলাম ধর্ম। মুসলিমরা আন্দোলন করে না। কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমাদের কোথাও তো গীতা ভগবত্ পড়ানো হয় না। কিন্তু মুসলিমদের আরবি শেখার, কোরান পড়ার ব্যবস্থা রয়েছে। হিন্দুত্বের নামে বিজেপি ভোট পাবে না ।’
অমিত মালব্য ভিডিওটি পোস্ট করে লিখেছেন,’আমাদের প্রিয় ধর্ম ইসলাম। মুসলমানরা প্রতিবাদ করে না। কিন্তু হিন্দুরা ধর্মের উপর রাজনীতি করছে। আমাদের কোথাও ভগবদ গীতা শেখানো হয় না, কিন্তু মুসলমানদের আরবি শেখা এবং কোরান অধ্যয়নের বিধান রয়েছে।’ — টিএমসি বিধায়ক সাবিত্রী মিত্র, মানিকচক ২১শে জুলাই টিএমসি সমাবেশের প্রচারণার সময় তৃণমূলের একজন বর্তমান বিধায়ক এভাবেই হিন্দু ধর্মের অপমান করেন। ভগবদ গীতাকে উপহাস করা, “রাজনীতি করার” জন্য হিন্দুদের লক্ষ্যবস্তু করা,এক ধর্মের উপর অন্য ধর্মের প্রকাশ্যে পক্ষপাত করা এটি ধর্মনিরপেক্ষতা নয়। এটি প্রাতিষ্ঠানিক হিন্দু বিদ্বেষ। টিএমসি ২০২৬ সালে হিন্দুদের প্রতি এই নির্মম অপমানের পরিণতি ভোগ করবে। বাংলার মানুষ ভুলবে না।’
অনেকে মনে করছেন যে মুসলিম ভোটারদের সন্তুষ্ট করতে বিধানসভা ভোটের আগে, এই ধরনের ধর্মীয় উসকানিমূলক মন্তন্য করেছেন তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র । রাজ্য বিজেপির যুবনেতা তরুনজ্যোতি তিওয়ারি প্রতিক্রিয়ায় এক্স-এ লিখেছেন,’সাবিত্রী মিত্রের চোখে হিন্দুরা অপরাধী?মালদার সভায় তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র বললেন—”আমার প্রিয় ধর্ম ইসলাম। মুসলমানরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হিন্দুরা করে।” এই বক্তব্য কেবল পক্ষপাতদুষ্টই নয়, ভয়ংকর!
তিনি মালদা জেলায় বক্তব্য দিচ্ছিলেন এবং সেখান থেকে মোথাবাড়ি কতদূর? পাশের জেলাতেই তো হরগোবিন্দ দাস আর চন্দন দাসের রক্ত ঝরেছিল। ভুলে গেছেন? সাবিত্রী দেবী কি ভুলে গেছেন কারা সেই হিন্দুদের প্রাণ নিয়েছিল? হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করে। উটপাখির মতো চোখ বন্ধ করলেই সত্যি বদলে যায় না। সাবিত্রী দেবী যা দেখতে চাইছেন না, বাংলার মানুষ তা স্পষ্ট দেখছে।’।

