এইদিন ওয়েবডেস্ক,পুদুকোত্তাই(তামিলনাড়ু),২০ আগস্ট : খোলা মাঠের একপ্রান্তে শিক্ষার্থীরা ক্যারাটে অভ্যাস করছিলেন । মাঠের অন্য প্রান্তে তখন আরও কয়েকজনের সামনে আগুন নিয়ে স্ট্যান্ট দেখাচ্ছিলেন তাঁদের প্রশিক্ষক । সেই সময় প্রবল গতিতে হাওয়া বইতে শুরু করলে ক্যারাটে প্রশিক্ষককে আগুনের লেলিহান শিখা গ্রাস করে । তার শরীরের পোশাক দাউ দাউ করে জ্বলতে থাকে । গুরুতর দগ্ধ অবস্থায় তিনি মাঠের মধ্যে লুটিয়ে পড়েন । এরপর মাঠের বাকি লোকজন আগুন নিভিয়ে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় । কিন্তু শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।
জানা গেছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পুদুকোত্তাই জেলায় । নিহত ক্যারাটে প্রশিক্ষকের নাম বালাজি । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে ।।