এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ জুন : পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ ঠিক কি পর্যায়ে পৌঁছেছে তার একটা খন্ডচিত্র পাওয়া গেল আজ ভাইরাল হওয়া একটি ভিডিওতে । ভিডিওতে মঞ্চে চেয়ারে বসে এক প্রবীণ ব্যক্তিকে ‘এক চড় মারবো’ হুমকি দিতে শোনা গেছে মধ্যবয়সী এক ব্যক্তিকে ৷ পালটা প্রবীণ ব্যক্তিকে হুমকি হুমকি দেন যে ‘আবার আঙুল তুললে, আঙুল ভেঙে দেবো’ । যদিও ওই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এইদিন ।
বলা হচ্ছে, ওই প্রবীন ব্যক্তি হলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি এবং তাকে ‘চড় মারার’ হুমকি দেওয়া ব্যক্তি আর কেউ নন বরঞ্চ মালদহের তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু । দেখুন ভিডিও 👇
২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে ‘ধর্মতলা চলো’র ডাক দিতে রতুয়ার দুর্গা কিঙ্কর সদনে ‘মেগা প্রস্তুতি সভা’য় এই কান্ড ঘটে ৷ মঞ্চের পিছনে লাগানো ব্যানার অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ওই সভা শুরু হয় । বিধায়কের দু’পাশে ও পিছনে চেয়ারে বসে থাকা নেতানেত্রীদের হস্তক্ষেপে বিষয়টি তাৎক্ষনিকভাবে মিটমাট হয়ে যায় । ঘটনার সময় মঞ্চের মাইকে ঘোষণা হওয়ায় সমস্ত কথপোকথন স্পষ্ট শোনা যায়নি । তবে প্রকাশ্য মঞ্চে এহেন ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এল । ২০২৬ সালের ভোটের আগে যা ভাবাচ্ছে শাসকদলের শীর্ষ নেতৃত্বকে ।।

