এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৪ জুলাই : ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হল নদীয়ায় । অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশি দম্পতিকে বৃহস্পতিবার রাতে ধানতলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃত দম্পতির নাম আলপনা দাস ও আরিফউল্লাহ । তাদের বাড়ি বাংলাদেশের খুলনা ও নেত্রকোনা জেলায় ।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে যে বছরখানেক আগে তারা অবৈধভাবে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে৷ তারপর তারা হায়দ্রাবাদে চলে যায় । গতকাল তারা নদীয়ার ধানতলা থানায় এলাকায় আসে । তারপর দালাল মারফত ফের তারা অবৈধভাবে বাংলাদেশের ফিরে যাওয়ার চেষ্টা করছিল । কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার পুলিশ ওই দুই বাংলাদেশিকে গ্রেফতার করে । ধৃতদের আজ শুক্রবার রানাঘাট আদালতে পেশ করা হয়েছে । ধৃতদের জেরা করে ভারতীয় দালালদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।।

