আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),২০ আগস্ট : বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে দুই লরি চালককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । আটক করা হয়েছে লরি দুটিও । পুলিশ জানায় ধৃতদের নাম পলাশ ঘোষ ও সালাম পন্ডিত । তাঁদের বাড়ি নদীয়া জেলায় । বৃহস্পতিবার রাতে বলগোনা-গুসকরা সড়ক পথে মাহাতার কাছ থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে খবর,বুধবার রাতে আউসগ্রাম থানার এলাকার ভেদিয়ায় অজয় নদের একটি ঘাট থেকে বালি বোঝাই করে ভাতার থানার বলগোনার দিকে আসছিল ওই লরি দুটি । লরি দুটিই ওভারলোডেড ছিল বলে অভিযোগ । সেই সময় ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান বলগোনা-গুসকরা রোডে রুটিন টহলদারি চালাচ্ছিল । পুলিশের ভ্যানটি মাহাতা গ্রামের কাছে এলে ওই লরি দুটিকে দেখতে পায় । তখন লরি দুটি আটকে চালকদের কাছ থেকে কাগজপত্র দেখতে । কিন্তু তাঁরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । শেষে পুলিশ দুই চালককে গ্রেফতার করে । আটক করা হয় লরি দুটি ।।