এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৩ জুন : শুধু জুন মাসেই ২,৫৬,০০০ আফগানিকে ইরান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানে শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি তাজুদ্দিন ওয়েওয়ালা । আজ বৃহস্পতিবার প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেছেন যে ইরান থেকে অনেক শরণার্থী আফগানিস্তানে ফিরে আসছে। তিনি আরও বলেন যে এই ২,৫৬,০০০ মানুষের মধ্যে ২৫ শতাংশই শিশু।
তিনি বলেন যে ইউনিসেফ প্রত্যাবর্তনকারীদের উদ্ধার সহায়তা বাড়ানোর চেষ্টা করছে। তাজুদ্দিন ওয়েওয়ালার মতে, প্রত্যাবর্তনকারীদের জরুরি সহায়তা প্রয়োজন। তালেবান-নিয়ন্ত্রিত বাখতার নিউজ এজেন্সি আজ জানিয়েছে যে গতকাল ৫,০২০ আফগান পরিবার দেশে ফিরেছে।।

