এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ জুলাই : আজ বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে দলের রাজ্য সভাপতি’র পদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন শমীক ভট্টাচার্য । দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ভাষণেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সতর্ক করে দিয়ে বললেন, ‘বিজেপিকে অস্ত্র ধরতে বাধ্য করবেন না ৷’ পাশাপাশি রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা ।
শমীক ভট্টাচার্য বলেন, ‘যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যাদের হাতে বিজেপির রক্ত আছে তারা কেউ পার পাবে না । সরকারের পরিবর্তন হবে ৷ পাতাল থেকে খুঁজে বের করা হবে । সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম । আনন্দ মালিক খুন হয়েছিলেন রাজবল হাটে , আমরা পাল্টা দিয়েছি । আমাদের কঙ্কা টুডু খুন হয়েছিলেন জঙ্গিপুরে । সেখানে গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ । কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়ে দিয়েছি । পশ্চিম মেদিনীপুরের সিপিএম সহ অতি বামেরা যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দিয়েছি৷ তাই মনে রাখবেন বিজেপিকে অস্ত্র ধরতে বাধ্য করবেন । বিজেপি কর্মী মার খাবে মরে যাবে কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না । গান্ধীজি শান্তির কথা বলেছিলেন কিন্তু তার এক হাতে ভাগবত গীতা ছিল । সেই গীতার এক জায়গায় বলা আছে, “সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শ্মরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মা শুচঃ” । সমস্ত কিছু ভুলে যাও এখন যুদ্ধ করো । যুদ্ধ হবে। যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে এই ভাষায় জবাব দেওয়া হবে।’
সিপিএমের জমানায় হিংসার কিছু নজির তুলে ধরে বিজেপির নব রাজ্য সভাপতি বলেন,’পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের প্রাসঙ্গিক করার জন্য একটার পর একটা বলিদান দিয়েছি৷ যে সন্দেশখালি কথা আপনারা শুনছেন ওই সন্দেশখালীর নিতাই নায়েক, ডক্টর ভবরঞ্জন মন্ডল, দিনু কাপালি খুন হয়েছিল সিপিএমের হাতে৷ যে ভাষা সিপিএম বোঝে সেই ভাষায় বিজেপি জবাব দিয়েছিল । ৯০ এর দশকের শেষ দিকে শুধুমাত্র সন্দেশখালিতে আমাদের সাতজন খুন হয়েছিল । বাদবাকি সংখ্যাটা সিপিএম এর কাছে জেনে নেবেন । কিভাবে জবাব দেওয়া হয়েছিল তার নম্বরের হিসাব আমি এখানে করতে চাই না ।’ তিনি বলেন,গড়বেতার চন্দ্রকোনা রোডে প্রতি বাম আক্রমণের শিকার, ১৭ জন শহীদের ছবি । দিনের পর দিন তারা আক্রমণ করেছে এবং বিজেপি তাদের মতো করে জবাব দিয়েছে৷ কিন্তু ২০২১ সালের নির্বাচনের ফল বের হওয়ার পর তৃণমূলকে আক্রমণ করেছে, যে বর্বরোচিত আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে নেমে এসেছে তার উত্তর মানুষ দেবের মানুষ তার জন্য তৈরি আছে।’
শমীক ভট্টাচার্য রাজ্যের মুসলিমদের উদ্দেশ্যে বলেন, ‘বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। আমরা লড়ছি, আপনাদের জন্যও । আমরা চাই আপনাদের বাড়ির ছেলেদের হাত থেকে পাথর কেড়ে বই দিতে। যারা তলোয়ার নিয়েছে, তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এটাই বিজেপির লড়াই। এটা করে দেখাবে।’ শমীক আরও বলেন,’দুর্গা পুজো আর মহরমের মিছিল একই রাস্তা দিয়ে হেঁটে যাবে। কোনও বিভাজন নেই। বাংলায় বহুত্ববাদকে বাঁচাতে হবে। সংখ্যালঘুরা নজরুলের কথা শুনবে। উগ্রপন্থীর ভাষা শুনবে না।’ তিনি আরও বলেন,’পরবর্তী প্রজন্ম কী করবে সেটা ভাবুন। যারা আমাদের ভোট দিচ্ছেন না, তারা ভোট দেবেন না। কিন্তু নিজেদের প্রশ্ন করুন, যারা খুন হয়েছে, তাদের মধ্য ৯০ শতাংশ মুসলমান খুন হয়েছে। এই পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করতে চাই।’।

