এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২০ আগস্ট : আফগানিস্তান দখলের পরেই তালিবানদের আসল স্বরূপ সামনে আসতে শুরু করেছে । যত দিন গড়াচ্ছে ততই সামনে আসছে একের পর এক নৃসংসতার নজির । স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে খবর,বর্তমানে তালিবান জঙ্গিরা বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত মানুষদের সন্ধান চালাতে শুরু করেছে যারা এক সময়ে আমেরিকার সৈন্যবাহিনীকে সাহায্য করেছিল । স্বভাবতই তাঁরা কেউই আজ আফগানিস্থানে নেই । তালিবান দেশের ক্ষমা কব্জা করার আগেই তাঁরা প্রাণ ভয়ে দেশত্যাগী হয়েছেন । কিন্তু এখন ওই সমস্ত মানুষদের অপরাধের সাজা ভুগতে হচ্ছে তাঁদের পরিবারের লোকজনদের । আমেরিকার সৈন্যবাহিনীকে সাহায্যকারী ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের পরিবারের লোকজনদের খুন করছে তালিবান জঙ্গিরা ।
এছাড়া আফগানিস্তানে বিদেশী মিডিয়ার হয়ে কাজ করা সাংবাদিকদেরও নিশানা করছে তালিবান জঙ্গিরা । জার্মান সংবাদমাধ্যম ডয়েশ ভেলের (ডিডব্লিউ) সাংবাদিকের সন্ধানে বৃহস্পতিবার রাজধানী কাবুলে তাঁর বাড়িতে হানা দেয় তালিবান জঙ্গিরা । সাংবাদিককে না পেয়ে জঙ্গিরা তাঁর এক আত্মীয়কে গুলি করে খুন করে । আর এক আত্মীয় কোনও মতে পালিয়ে যেতে সক্ষম হন । তবে তাঁর শরীরেও গুলি লাগে ।
আফগানিস্তান দখলের আগে পুলিৎজার পুরষ্কার বিজেতা ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকিকে হত্যা করেছিল তালিবানরা । এছাড়া চলতি মাসের ২ তারিখে জঙ্গিদের গুলিতে খুন হন আমদাদুল্লাহ হামদর্দ নামে এক সাংবাদিক । শুধু সাংবাদিকদের হত্যাই নয়,একটু পিছনে তাকালে দেখা যাবে কিভাবে মৃত্যু মিছিল চলছে আফগানিস্তানে । বিগত দু’দশক ধরে সেনা ও তালিবান জঙ্গিদের লড়াইয়ে প্রায় ২.৪১ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন । কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে অশান্ত আফগানিস্থান ।।