এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৩ জুলাই : খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অন্তত পাঁচ পাকিস্তানি সেনা নিকেশ হয়েছে ৷ আহত হয়েছে আরও অন্তত ১১ জন । বুধবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউরে এই বিস্ফোরণ ঘটে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনো পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে এই অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা এই হামলার জন্য পাকিস্তানি তালিবানকে দায়ী করেছেন।
প্রতিবেদন অনুসারে, বাজাউর অঞ্চলটি আগে পাকিস্তানি তালিবানদের নিয়ন্ত্রণে ছিল।উল্লেখ্য যে দুই দিন আগে একটি গাড়ি বোমা হামলায় ১৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল।।

