এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০২ জুলাই : পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী বিধানসভার কামারদা বাড় দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করে দিল বিজেপি । ৯টি আসনের ৮টি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির । বিজেপির বিজয়ী প্রার্থীরা হলেন : দিলীপ কুমার শাসমল,দিলীপ করণ,প্রতিমা দেবনাথ,মানসী দাস,পলাশ চন্দ, বিশ্বরঞ্জন মাইতি,অলক চন্দ ও শিবশঙ্কর পয়ড়্যা ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’সমবায় নির্বাচনে গেরুয়া ঝড় । খেজুরী বিধানসভার কামারদা বাড় দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ -এর পরিচালক মণ্ডলীর নির্বাচনে ৯টি আসনের ৮টি আসনে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’।

