এইদিন ওয়েবডেস্ক,রামপুরহাট,২০ আগস্ট : আশ্রমের সামনে একদল মদ্যপ যুবক জড়ো হয়ে মদ্যপান করছিল । নিষেধ করেছিলেন ওই আশ্রমেরই অধ্যক্ষ । সেই অপরাধে ওই সন্ন্যাসীর মুখে জোর করে মদ ঢেলে দিয়ে তাঁর একাদশীর উপবাস ভঙ্গ করার অভিযোগ উঠল দুষ্কৃতিদলের বিরুদ্ধে । ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় । এনিয়ে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে, দুষ্কৃতিদের সন্ধান চলছে ।
এদিকে সন্ন্যাসীকে হেনস্তার ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব । রাজ্য সরকারকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘এর থেকে দুঃখের, লজ্জাজনক আর কি হতে পারে ? রামকৃষ্ণ আশ্রমের স্বামীজীর মুখে জোর করে মদ ঢেলে একাদশীর উপবাস ভঙ্গ করাল দুষ্কৃতিরা । এই বাংলাই কি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেবের বাংলা ? মাননীয়া জবাব দিন ।’
জানা গেছে,রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে এলাকায় রয়েছে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের আশ্রম । ঘটনাটি ঘটে বুধবার রাতে । আশ্রমের অধ্যক্ষের অভিযোগ ‘ওই দিন দুপুর প্রায় ১২ টা নাগাদ কয়েকজন যুবক আশ্রমের মন্দির ও স্কুলের সামনে এসে মদ্যপান করছিল । এই দেখে আমি ওই যুবকদের কাছে যাই । আশ্রমের সামনে বসে মদ না পান করার জন্য তাদের অনুরোধ করি । এই ছিল আমার অপরাধ । তার জন্য ওরা আমায় প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগালি করে । তারপর ওদের মধ্য থেকে দু’জন এসে আমায় দু’দিকে ধরে ফেলে । আমার মুখে জোর করে মদ ঢেলে দেয় ।’ সন্ন্যাসী জানান,ওইদিন তিনি একাদশীর উপবাস করেছিলেন । কিন্তু দুষ্কৃতিদের অত্যাচারে ব্রত খন্ডন হয়ে গেল ।
পাশাপাশি তাঁর অভিযোগ, ওই দুষ্কৃতিদল তাঁকে হুমকি দিয়ে যায় যে,তাদের রাজত্ব চলছে । তাই ওদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না । তারা যা খুশি করবে । এমনকি তিনি কিভাবে আশ্রমে থাকেন তা দেখে নেওয়ারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই মদ্যপ দুষ্কৃতিদের বিরুদ্ধে । যদিও অভিযুক্তদের কাউকেই চিনতে পারেননি আশ্রমের অধ্যক্ষ ।
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে । বিশেষ করে প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্যের গেরুয়া শিবির । ঘটনার প্রতিবাদে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত ট্যুইটারে লেখেন, ‘ভিডিওটি দেখে আমি মর্মাহত ও হতভম্ব হয়ে গেছি । আজ বাংলার রামকৃষ্ণ মঠের স্বামীজীও সুরক্ষিত নন । কল্পনা করুন সাধারন মানুষ কতটা অসুরক্ষিত । এইভাবে বাংলায় তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল ।’।