এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুলাই : এক মহিলার ধর্ষণ-প্রতারণার অভিযোগে দায়ের করা এফআইআর এর ভিত্তিতে আজ মঙ্গলবার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে মুর্শিদাবাদের নবগ্রাম থানায় তলব করেছিল পুলিশ । কিন্তু থানায় না গিয়ে এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলা দায়ের করেন তিনি । অবশেষে সন্নাসীর পুলিশি তলবে হাজিরার ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে। চলতি সপ্তাহেই এফআইআর খারিজের বিষয়ে শুনানি হবে।
গত ২৮ জুন ওই মহিলা মুর্শিদাবাদের নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানান যে ১৩ বছর আগে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে ধর্ষণ ও পরে জোর করে গর্ভপাত করান । তার ভিত্তিতে কার্তিক মহারাজের বিরুদ্ধে আইপিসির ৩৭৬ (২) , ৩১৩, ৫০৬, ৪১৭ ধারায় মামলা রুজু করে পুলিশ । সোমবার সন্নাসীকে নোটিশ করে মঙ্গলবার থানায় তলব করা হয়েছিল। যদিও পরে ওই মহিলা জানান যে দিদির লোকেরা, জনৈক সাংবাদিক দীপক ব্যাপারী এবং আই-প্যাক অভিযোগ দায়েরের নেপথ্যে রয়েছে ।
এদিকে থানায় হাজিরা না দিয়ে এফআইআর খারিজের দাবিতে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন । মামলাটি গ্রহণ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রাথমিকভাবে শুনানিতে ধাক্কা খেয়েছে পুলিশ । মহারাজের পুলিশি তলবে হাজিরার ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে।
এফআইআর খারিজের জন্য কার্তিক মহারাজের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়াকে ‘একদম সঠিক কাজ’ বলে অবিহিত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের তমলুকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে এই বিষয়ে বলেন, একদম সঠিক কাজ করেছেন৷ এটা ষড়যন্ত্র । হায়েস্ট কন্সপিরেসি । সমগ্র হিন্দু সমাজ মহারাজের সাথে আছে।’।

