এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম মেদিনীপুর,০১ জুলাই : ভোটের ময়দানে পৃথকভাবে লড়াই করলেও কাগজে কলমে ইন্ডি জোটের অন্যতম শরিক তৃণমূল ও সিপিএম উভয় দল । তাসত্ত্বেও শরিক দল তৃণমূলের হাতে বেদম মার খেতে হল সিপিএমের এক প্রবীণ নেতাকে । প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে রাস্তায় ফেলে চলে জুতো-লাথি-ঘুঁষি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । যদিও বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হলে তৃণমূল ওই নেত্রীকে শো কজ করেছে দল ৷ পাশাপাশি এফআইআর-ও দায়ের করেছেন প্রহৃত প্রৌঢ় ।
জানা গেছে,ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের খরিদা এলাকার । প্রহৃত সিপিএম নেতার নাম অনিল দাস । হামলাকারী তৃণমূল নেত্রী হলেন বেবি কোলে । ভাইরাল ভিডিওতে প্রকাশ্য বাজারে ওই সিপিএম নেতাকে বেদম মারধর করতে দেখা গেছে বেবি কোলেকে । নিজেকে বাঁচাতে একটি রঙের দোকানে ঢুকে পড়েন অনিলবাবু। কিন্তু সেখানেও তার পিছু ধাওয়া করে গায়ে রঙ ঢেলে বেদম জুতোপেটা করা হয় । অনিলবাবু পালানোর চেষ্টা করলে রাস্তা ফেলে এলোপাথাড়ি জুতো-লাথি-ঘুঁষি চলে ।
জানা গেছে,প্রহৃত বামপন্থী নেতা ‘আমরা বামপন্থী’ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত । ঘটনার পর তিনি খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । কিন্তু কেন হামলা হল তার উপর ? প্রহৃত অনিল দাস সংবাদমাধ্যমকে বলেছেন,’কেন এটা করেছে আমি বুঝতে পারছি না । একটা ছেলের ওপর অত্যাচার হচ্ছিল । আমি তাকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছিলাম । বদমাইশি করে এই জিনিস করেছে । আজ নির্ঘাত বিবি কোলে আমায় মেরে ফেলতো । আজকে জঙ্গলের রাজত্ব চলছে ।’ তিনি দাবি করেন যে হামলার সময় বেবি কোলেসহ আরও ৩ জন ছিলেন। এদিকে এই ঘটনার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা দলীয় নেত্রী বেবি কোলেকে সোমবার শো কজ়র চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে ।।

