আজিজুর রহমান,বর্ধমান১৯ আগষ্ট : এলাকার দখলদারি কায়েম নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হলেন এক মহিলা সহ দুই পক্ষের তিনজন । বুধবার রাতে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির করকডাল এলাকায় । সংঘর্ষ চলাকালীন লাঠি ও রড দিয়ে মারধোর করে শেখ বদরুদ্দজার নামে এক তৃণমূল কর্মীর হাত পা ভেঙে দেওয়া দেওয়া ছাড়াও বাড়ি ভাঙচুের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ । খবর পেয়ে গলসি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । জখন তৃণমূল সমর্থক শেখ বদরুদ্দজাকে উদ্ধার করে রাতেই পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । উত্তেজনা থাকায় বৃহস্পতিবারও এলাকায় জারি থাকে পুলিশ টহল ।
. আহত তৃণমূল সমর্থক সেখ বদরুদ্দোজা জানান, বুধবার সন্ধায় গলসির বোলপুর মোড়ের একটি চায়ের দোকানে বসে তিনি সহ তিন চারজন চা খাচ্ছিলেন । ওই সময় পারাজ অঞ্চলের তৃণমূল কর্মী সেখ বাপি সহ বেশ কিছু তৃণমূল সমর্থক অতর্কিতে তাঁদের উপর হামলা চালায়। তাঁকে মাটিতে ফেলে লাঠি, রড দিয়ে পেটানো হয়। এর ফলে তার দুটি পা একটি হাত ভেঙে গিয়েছে।বদরুদ্দোজার আরও অভিযোগ ,সেখ বাপি ও তার লোকজনের মারে ,তাঁদের আরও এক তৃণমূল কর্মী জখম হয়েছেন । এলাকা দখলে রাখতেই সেখ বাপি সহ তার লোকজন এই হামলা মারধোরের ঘটনা ঘটিয়েছে বলে সেখ বদরুদ্দোজা জানিয়েছেন ।
যদিও সেখ বাপি দাবি করেছেন, গ্রামে উত্তেজনা সৃষ্টি করার জন্য বদরুদ্দোজার লোকজন মঙ্গলবার বাইরের লোকজন গ্রামে এনে ফিস্ট করেছিল । তখন থেকেই অশান্তি তৈরি হয়। পুলিশকেও তাঁরা ঘটনার কথা জানান । পুলিশও গ্রামে আসে। পুলিশ চলে যাবার পর বদরুদ্দোজার লোকেরা চায়ের দোকানে বসে তাঁর লোকজনকে উদ্দেশ্য করে কটু কথা বলতে থাকু । তা নিয়ে প্রথমে দুই পক্ষের বচসা বাঁধে । পরে শুরু হয়েযায় মারামারি ।সেখ বাপি অভিযোগে আরও বলেন, তাঁদের গোষ্ঠীর কাদের মোল্লার বাড়িতে ভাঁংচুর চালিয়েছে অপর গোষ্ঠী । তাছাড়াও হাসিনা বেগম নামে তাঁদের এক মহিলাকেও ব্যাপক মারধর করার পাশাপাশি দুটি মোটর সাইকেলও একটি চারচাকা গাড়িতে ভাংচুর চালানো হয়েছে।
বিজেপি নেতা শ্যামল রায়ের অভিযোগ , ‘অবৈধ বালিখাদানের দখলদারি নিয়েই গলসিতে তৃণমূলের গোষ্ঠী লড়াই লেগেই রয়েছে । তবে তৃণমূলের জেলা নেতৃত্ব অবশ্য এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্ধ হিসাবে মানতে নারাজ। তৃণমূলে কোন গোষ্ঠী নেই বলে জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপত্র প্রসেনজিৎ দাস। তিনি জানান, একুশের বিধানসভা ভোটের পর সবাই তৃণমূল হয়ে গেছে। প্রশেনজিৎ বাবু বলেন ,কি ঘটনা ঘটেছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।।