আজিজুর রহমান,বর্ধমান,১৯ আগষ্ট : ‘দুয়ারে সরকারের’ ক্যাম্প থেকে বাড়ি ফেরার পথে নিজের দলের লোকজনের মারে জখম হলেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এক সদস্য । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে । স্থানীয় মানুষজন আক্রান্ত গলসি-১ ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের সদস্য স্বপন বাগদিকে উদ্ধার করে পুরসা হাসপাতালে নিয়ে যায় । পঞ্চায়েত সদস্যের অভিযোগের ভিত্তিতে গলসি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে হামলাকারীদের খোঁজ চালাচ্ছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গলসির
রামগোপালপুর পঞ্চায়েত এলাকার রামগোপালপুর স্কুলে এদিন ছিল দুয়ারে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্প শেষে হবার পর রামগোপালপুর পঞ্চায়েতের সদস্য স্বপন বাগদি তাঁর বাড়িতে ফিরছিলেন । ওই সময়ে রামগোপালপুর ও শিল্লার মাঝামাঝি জায়গায়
তিনি আক্রান্ত হন বলে অভিযোগ ।
পঞ্চায়েত সদস্য স্বপন বাগদি অভিযোগে জানিয়েছেন, তিনি বাড়ি ফেরার সময়ে তৃণমূল নেতা মহম্মদ মোল্লার লোকজনরা তাঁর পথ আটকে আচমকাই তাঁকে কিল ঘুষি মারতে থাকে। এমনকি বাঁশ দিয়েও তাঁকে মারধর করে । মারের চোটে তিনি মাটিতে লুটিয়ে পরলে আক্রমণকারীরা সড়ে পড়ে । ঘটনাস্থল এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে পুরসা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়।মারধোরের কারণ প্রসঙ্গে স্বপন বাগদি বলেন ,“তিনি সরকারী উন্নয়ন কাজের টেন্ডার অনলাইনে করা করিয়েছেন ।তাতে স্বার্থে আঘাত লেগেছে এলাকার তৃণমূল নেতা মহম্মদ মোল্লার লোকজনের । সেই কারাণেই তাঁরা তাঁকে রাস্তায় ফেলে এদিন মারধর করেছে ।’
যদিও স্বপন বাগদির আনা এই অভিযোগ মানতে চান নি তৃণমূল নেতা মহম্মদ মোল্লার ছেলে রহমত মোল্লা।পাল্টা অভিযোগে রহমত মোল্লা বলেন, “পঞ্চায়েত সদস্য স্বপন বাগদি এদিন ’দুয়ারে সরকারের ক্যাম্পেই’ ২০ টাকার বিনিময়ে বিভিন্ন প্রকল্পের ফর্ম বিলি করছিল। যা দেখার পর ক্যাম্পে থাকা তৃণমূল অনেক সমর্থকরা তাঁকে বারন করে।কিন্তু স্বপন তা না শুনে একই কাজ চালিয়ে যায় ।এই অন্যায় কাজের প্রদিবাদকারীদের সঙ্গে এদিন প্রথমে স্বপনের বচসা বাঁধে, পরে মারামারির হয়েছে।
পঞ্চায়েতের টেন্ডার প্রসঙ্গে রহমত মোল্লা বলেন,৩-৪ বছর হল লোয়া রামগোপালুর পঞ্চায়েতের সব কাজের টেন্ডার অনলাইনেই হচ্ছে। মহম্মদ মোল্লার বদনাম করার জন্য পঞ্চায়েত সদস্য স্বপন বাগদি এই সব মিথ্যা অভিযোগ করছেন ।’
তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপত্র দেবু টুডু বলেন,“ দুয়ারে সরকারের ক্যাম্পে যে কোন প্রকল্পের ফর্ম বিনা পয়সায় পাওয়ার ব্যবস্থা করেছে সরকার। ফর্মের জন্য কেউ টাকা পয়সা চাইতে পারে না । প্রকৃত কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করে থাকলে দল কাউকে রেয়াত করবে না ।’।