এইদিন ওয়েবডেস্ক,লালমনিরহাট(বাংলাদেশ),২৭ জুন : হাতে শাঁখা ও সিঁথিতে সিঁদূর পরে হিন্দু বধূর বেশে রথযাত্রার ভিড়ে ঢুকে ছিনতাই করছিল কয়েকজন মুসলিম মহিলা । একের পর এক পূণ্যার্থীদের কাছ থেকে সোনার অলঙ্কার, টাকাপয়সা ও স্মার্টফোন ছিনতাই করে বগলদাবা করছিল । যদিও সৌভাগ্যক্রমে পুলিশ তাদের ধরে ফেলে । বাংলাদেশের লালমনিরহাটের শ্রী শ্রী রাধা-গিরিধারী ইসকন মন্দিরে রথযাত্রা মহোৎসব ২০২৫ চলার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।
জানা গেছে,রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার লালমনিরহাটের বানিয়ার দিঘী এলাকার ইসকন মন্দিরে হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীর সমাগম হয় । ভিড়ের সুযোগ নিয়ে মহিলা ছিনতাইকারীদের দল সক্রিয় হয়ে ওঠে । শাঁখা-সিঁদূর পরে হিন্দু বধূর বেশ ধরে তারা ভিড়ের মধ্যে মিশে গিয়ে একের পূণ্যার্থীদের
গলার সোনার চেইন, কানের দুল ও হাতের চুড়ির পাশাপাশি এবং ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনতাই করছিল। সেই সময় কয়েকজন মহিলা পূণার্থী তাদের অলঙ্কার ও মোবাইল খোয়া যাওয়ার বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে এবং অন্য পুণ্যার্থীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ করার ফলে বিষয়টি দ্রুত মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের নজরে আসে। পরে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে পাঁচজন মহিলাকে আটক করে। তল্লাশি করে তাদের কাছ থেকে কয়েকটি চোরাই মোবাইল ফোন এবং কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “রথযাত্রা উপলক্ষে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল। আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণ করি এবং পাঁচজন মহিলা ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হই। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।” এদিকে মন্দির কর্তৃপক্ষ এই ঘটনায় স্বস্তি প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উৎসবের শেষ দিন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।

