এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ আগস্ট : গুরুতর অসুস্থ অবস্থায় রাস্তার পাশে শুয়ে কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ । নজরে পড়তেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । কিন্তু হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । পুলিশ জানিয়েছে মৃতের নাম শ্যামল গাঙ্গুলী(৬১) । তাঁর বাড়ি ভাতার থানার নিত্যানন্দপুর গ্রামে । বুধবার সন্ধ্যায় ভাতার স্টেট জেনারেল হাসপাতাল থেকে বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে থানায় আনে পুলিশ । বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
স্থানীয় ও পরিবার সুত্রে খবর,নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা শ্যামল গাঙ্গুলী অকৃতদার ছিলেন । বাড়িতে রয়েছেন তাঁর দাদা দাদা অলক গঙ্গুলি ও তাঁর পরিবার । বছর ১৫-১৬ আগে মানসিক সমস্যা দেখা দেয় শ্যামলবাবুর । ক্রমে তিনি সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন । তার কিছু দিনের মধ্যেই বাড়ি থেকে পালিয়ে ভাতার বাজারে এসে থাকতে শুরু করেন শ্যামলবাবু । স্থানীয় বাসিন্দারা জানান, দু’বেলা পেট চালানোর জন্য ভাতার বাজারে তিনি ভিক্ষা করতেন । রাতে বাজারের কোনও দোকানের সামনে এসে আশ্রয় নিতেন ।
জানা গেছে,বুধবার সকালে ভাতার বাজার নাসিগ্রাম মোড়ে একটি দোকানের কাছে শুয়ে কাতরাচ্ছিল ওই বৃদ্ধ । সেই সময় সেখানে ডিউটি করছিলেন কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্স ও পুলিশকর্মী । তাঁদের নজরে পড়লে বৃদ্ধকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন । কিন্তু ওইদিন বিকেল নাগাদ চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয় । এদিন খবর পেয়ে ভাতার থানায় এসে দেহটি সনাক্ত করেন মৃতের দাদা । পরে বর্ধমান হাসপাতালে ময়নাতদন্তের পর এদিন বিকেল নাগাদ মৃতদেহটি নিত্যানন্দপুর গ্রামে এনে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় ।।