এইদিন ওয়েবডেস্ক,গোঘাট,২৬ জুন : হুগলি জেলার গোঘাটের সানবাঁধি এলাকার বিজেপির মুসলিম নেতার রহস্যজনক অবস্থায় মৃত্যুর পর আজ বৃহস্পতিবার মৃতের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহত বাকিবুল্লা শেখের বৃদ্ধ বাবা । শুভেন্দু অধিকারী মৃতের স্ত্রীর হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি তাদের এক ছেলে ও এক মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেন । বিশেষ করে মৃতের বড় মেয়েকে হস্টেলে রেখে পড়াশোনা করানোর প্রতিশ্রুতি দেন তিনি । বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক, বিধায়ক বিমান ঘোষ, বিধায়ক সুশান্ত ঘোষ, বিধায়ক মধুসুদন বাগ এবং বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা সহ অন্যান্য নেতৃত্বরা ।
প্রসঙ্গত,গোঘাটের সানবাঁধি এলাকায় বাড়ি নিহত শেখ বাকিবুল্লাহর । তিনি বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন । শনিবার সকালে নিজের বাড়ির বারান্দা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তার দু’হাত সামনের দিকে জড়ো করে বাঁধা থাকায় পরিবারের লোকজনের সন্দেহ যে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে । যদিও পুলিশ একটা সুইসাইড নোট উদ্ধার করে আত্মহত্যা হিসাবে ধরে নিয়েছে বলে জানান বিরোধী দলনেতা । তবে নিহতের স্ত্রী শুভেন্দু অধিকারীকে জানান যে ওই সুইসাইড নোটটি অনেক আগের এবং তার সাথে তখন ঝগড়া হওয়ার পর তার স্বামী ওই সুইসাইড নোট লিখেছিলেন ।
শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’গোঘাটের সানবাঁধি এলাকার বিজেপির সক্রিয় কার্যকর্তা বাকিবুল্লা শেখের গত শনিবার অস্বাভাবিক মৃত্যু হয়। স্থানীয় বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক, বিধায়ক বিমান ঘোষ, বিধায়ক সুশান্ত ঘোষ, বিধায়ক মধুসুদন বাগ এবং বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা সহ অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে আজ বাকিবুল্লা শেখের বাড়িতে ওনার পরিবারের সাথে সাক্ষাৎ করলাম। দলের পক্ষ থেকে ওনার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছি এবং বিজেপি সর্বতোভাবে বাকিবুল্লা শেখের পরিবারের পাশে রয়েছে।’।

