শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ আগস্ট : করোনার বিধিনিষেধ উপেক্ষা করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানায় ধৃতদের নাম কৃষ্ণ ঘড়ুই, দীনেশ মাঝি, নিমাই রাজমল্লা ও অমিত সরকার । ধৃতদের প্রত্যেকের বাড়ি ভাতার থানার কুলচন্ডা গ্রামে । বুধবার রাতে ভাতার বাজার থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
করোনার তৃতীয় ঢেউ রুখতে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে রাজ্য প্রশাসন । তার মধ্যে অন্যতম নাইট কার্ফু । রাত্রি ১১ টা থেকে পরের দিন সকাল ৫ পর্যন্ত রাস্তায় অকারন ঘোরাঘুরি ও যানবাহন যাতায়তের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে । শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ।
পুলিশ সুত্রে জানা গেছে,বুধবার রাতে কুলচন্ডা গ্রামের বাসিন্দা ওই ৪ যুবক বিনা প্রয়োজনে ভাতার বাজারে ঘোরাঘুরি করছিল । পুলিশের টহলদারি ভ্যানের নজরে পড়ে যায় । পুলিশ গিয়ে তাঁদের কাছে গিয়ে এত রাতে ঘোরাঘুরি করার কারন জানতে চায় । কিন্তু ওই যুবকরা কোনও সদুত্তর দিতে না পারায় তখন তাঁদের গ্রেফতার করে পুলিশ ।।