এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ জুন : উত্তর-পূর্ব দিল্লির জ্যোতি নগর এলাকায় এক হিন্দু তরুনীকে চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে । ৩৫ বর্ষীয় তৌফিক নামে এক যুবক ১৯ বর্ষীয় হিন্দু তরুনীর সঙ্গে ভাইবোনের সম্পর্ক গড়ে গড়ে তুলেছিল । বিগত ৪-৫ বছর ধরে তাদের ভাইবোনের মত সম্পর্ক ছিল । নেহার পরিবারের লোকজন ঘটনার কথা জানতো । রাখি পূর্ণীমার দিন মুসলিম দাদা তৌফিককে রাখিও পড়াত নেহা । সম্প্রতি বিয়ে করার জন্য নেহার উপর চাপ সৃষ্টি করছিল তৌফিক । কিন্তু নেহা অস্বীকার করে । আর এই অপরাধের জন্য তরুনীকে ৫ তলা ভবন থেকে নিচে ছুড়ে ফেলে দিয়ে খুন করল তৌফিক । জানা গেছে, ঘটনার দিন বোরখা পরে নেহাদের ফ্লাটে ঢুকেছিল তৌফিক ।
খবর অনুযায়ী, বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকে তৌফিককে এড়িয়ে যাচ্ছিল নেহা । সেই কারণেই ঘটনার দিন বোরখা পরে তাদের বাড়িতে ঢুকেছিল তৌফিক । নেহাকে ৫ তলা থেকে ছুড়ে ফেলে দেওয়ার পর সে চম্পট দেয় । এদিকে নেহাকে জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মৃত্যু হয়।
পুলিশের মতে, অভিযুক্ত যুবকের তৌফিক উত্তর প্রদেশের মোরাদাবাদের বাসিন্দা এবং মান্ডোলি রোডে কাজ করে । সে অশোক নগরে নেহার বাড়ির সামনে থাকত । আগে দুজনের মধ্যে ভাইবোনের মত সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি নেহা তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তৌফিক সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বোরকা পরে নেহার বাড়ির ছাদে উঠে যায়। সে নেহাকে ফোন করে বাড়ির ছাদে আসতে বলেছিল। দুজনের মধ্যে কথাকাটাকাটি হয় এবং তৌফিক রাগে নেহাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়।।

