এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ আগস্ট : দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা ‘মাদার ডেয়ারি’র নাম পরিবর্তন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান সরকারি ওই দুগ্ধ উৎপাদনকারী সংস্থাটি এবার থেকে ‘বাংলা ডেয়ারি’ বলে পরিচিত হবে । নাম পরিবর্তনের কারন হিসাবে তিনি বলেন, ‘মাদার ডেয়ারি বাংলার সংস্থা নয়। ওই নামে সর্বভারতীয় ক্ষেত্রে পৃথক একটি সংস্থা রয়েছে । বাংলার গরুরা দুধ দেয় । চাষিরা দুধ উৎপাদন করেন । তাই বাংলার সঙ্গে সাযুজ্য রেখেই এই নাম পরিবর্তন করা হয়েছে ।’ পাশাপাশি তিনি জানান, নাম পরিবর্তন নিয়ে মুখ্যসচিবের সঙ্গে কথা হয়ে লগিয়েছে । তাঁকে এনিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ।
প্রসঙ্গত,১৯৭৮ সালে জন্ম দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারির ৷ প্রথম দিকে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এই সংস্থা পরিচালনা করত । ১৯৯৬ সালে রাজ্য সরকার সংস্থাটি অধিগ্রহণ করে । বর্তমানে দুধ ও দই, পনির, ঘিয়ের মত দুগ্ধজাত পন্যের পাশাপাশি পানীয় জলও উৎপাদন করে মাদার ডেয়ারি । রাজ্যে মাদার ডেয়ারিতে উৎপাদিত পণ্যের ভালোই বাজার রয়েছে । এবার সংস্থাটিকে নতুন মোড়কে এনে আরও শ্রীবৃদ্ধি করতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী । নামবদলের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটার অ্যাকাউন্টেও পোস্ট করেন ।।