এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২২ জুন : ভারতে ঢোকার মুহুর্তে বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জ আওয়ামী লীগের তিনবারের প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। রবিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সন্ধ্যায় ভারতে আসার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিসুর রহমান। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানায় একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে খবর ছিল রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তিনবারের উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিস। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা প্রাক্তন চেয়ারম্যান কেন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু রংপুর জেলার তারাগঞ্জ থানায় তার নামে একাধিক মামলা রয়েছে, সেহেতু তাকে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।।

