এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২২ জুন : এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে দিল্লির এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবারর ক্রাইম ব্রাঞ্চের পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম আফ্রিদি খান ।
জানা গেছে,বছর দুই আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি খানের সঙ্গে পরিচয় হয় শিলিগুড়ির এনসিপি থানা এলাকার বাসিন্দা ওই কিশোরীর । ক্রমে কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে আফ্রিদি । কিশোরীর বিশ্বাস অর্জন করার পর দুজনের ব্যক্তিগত ছবি এবং ফোন নম্বর আদান-প্রদান হয় । এরপর প্রেমিকের টানে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে কিশোরী পালিয়ে দিল্লি চলে যায় । সেখানে সে আফ্রিদির সঙ্গে বসবাস শুরু করে ৷ এদিকে পরিবারের লোকজন তাদের মেয়েকে উদ্ধার করতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নেয় । পরিবারের অভিযোগ যে আফ্রিদি প্রেমের ফাঁদে ফেলে তাদের মেয়েকে দিল্লিতে নিয়ে গিয়েছিল ।
জানা গেছে,কিশোরী শিলিগুড়িতে ফিরে আসার পর প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় । এরপর থেকে আফ্রিদি কিশোরীকে তার পুরনো অশ্লীল ছবি এবং ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে বলে অভিযোগ । শুধু তাই নয়, সেই সমস্ত অশ্লীল ছবি এবং ভিডিও সে সোশ্যাল মিডিয়াতে ভাইরালও করে দেয় । তারপর শিলিগুড়ি সাইবার থানায় একটি অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার ।
জানা গেছে, আফ্রিদি খানকে গ্রেফতার করতে কিশোরীকে কাজে লাগায় শিলিগুড়ি সাইবার থানার পুলিশ । ফাঁদ পেতে তাকে শিলিগুড়িতে আনা হয় । এরপর শুক্রবার আফ্রিদি শিলিগুড়িতে পৌঁছালে পুলিশ তাকে গ্রেফতার করে । শনিবার ধৃতকে শিলিগুড়ির আদালতে তোলা হয় ।।

