এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুন : বর্ষা ঢুকতে না ঢুকতেই কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একজন সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে । মৃত ছাত্রী দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা সারণী বন্দ্যোপাধ্যায় (১৩) বলে জানা গেছে । মেয়েটি বৈদ্যনাথ গার্লস হাইস্কুলের ছাত্রী ছিল।আজ শনিবার সকাল ৫.৪৫ নাগাদ কলকাতার তপসিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
জানা গেছে, প্রবল জ্বর আক্রান্ত হওয়ায় গত ১৯ জুন থেকে ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল সারণীর । ফুসফুসে জল জমার কারনে মেয়ে প্রবল শ্বাসকষ্টে ভুগছিল বলে জানিয়েছেন মৃতার মা গীতিকা বন্দ্যোপাধ্যায় । তিনি আরও জানান, প্রথমে যে বেসরকারি হাসপাতালে মেয়েকে ভর্তি করা হয়েছিল সেখান ঠিকমত চিকিৎসা না হওয়ায় তপসিয়া এলাকার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু মেয়েকে বাঁচানো যায়নি । মেয়ের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ আছে বলেও তিনি জানান । যদিও দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিংয়ের সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন যে মেয়েটি পরিবারের সঙ্গে দীঘায় বেড়াতে গিয়েছিল । সেখানেই মেয়েটি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে থাকতে পারে,তার এলাকায় ডেঙ্গির লার্ভা পাওয়া যায়নি । তবে জানা গেছে যে হরেন্দ্র সিংয়ের পুরসভা এলাকাতেই এই মুহূর্তে দু’জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে । যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে ।।

