এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৮ আগস্ট : কট্টরপন্থী সংগঠন তালিবানরা আফগানিস্তান দখলের পর থেকেই সে দেশের একাংশের মানুষ আতঙ্কে দেশ ছেড়ে পালাতে শুরু করে দিয়েছে । এখন বোঝা যাচ্ছে দেশত্যাগী মানুষের আতঙ্কের কারন কি । বিদ্রোহী এই সংগঠনটি তার কাজের মাধ্যমে ক্রমাগত দেখিয়ে চলেছে যে তারা এখনও আগের মতই হিংস্র আছে । আর তার ফলে ঘরবাড়ি ফেলে আফগানিরা ভয়ে দেশত্যাগী হতে বাধ্য হচ্ছেন । ফের ক্রুরতার দৃষ্টান্ত রাখল তালিবানের তথাকথিত ‘যোদ্ধা’রা । বুধবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের জালালাবাদ শহরে । কিছু মানুষ তালিবানি পতাকা খুলে রাষ্ট্রীয় পতাকা লাগিয়েছিলেন । শুধুমাত্র এই অপরাধের জন্য কট্টরপন্থী তালিবানিরা এতটাই ক্রুব্ধ হয়েছিল যে ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে দেয় । এর ফলে দুই আফগান নাগরিকের মৃত্যু হয় । জখম হন ৬-এর অধিক মানুষ ।
এদিন জালালাবাদ শহরে ‘ফ্রন্ট নর্দার্ন অ্যালায়েন্স’ গ্রুপের পক্ষ থেকে আফগান পতাকা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয় । বিক্ষোভকারীরা তালিবানি পতাকা খুলে সেই জায়গায় তাঁদের দেশের জাতীয় পতাকা টাঙিয়ে দেয় । তালিবানিরা ফের আফগান পতাকা খুলে ফেলে দিয়ে তালিবানি পতাকা লাগায় । এই ঘটনাকে ঘিরে বিক্ষোভকারী ও তালিবানদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় । আর ঠিক তার পরেই তালিবানরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয় । গুলিতে বেশ কয়েকজন হতাহত হয় । গোলাগুলি ছাড়াও তালিবানরা বেশ কয়েকজন সাংবাদিককে বেদম মারধরও করে বলে কাবুল নিউজ সুত্রে জানা গেছে।।