এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৮ আগস্ট : দেশ স্বাধীন হওয়ার পর থেকে এযাবৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির (Chief Justice of India) পদে কোনও মহিলাকে দেখা যায়নি । এবার সম্ভবত সিজেআই পদে কোনও মহিলাকে দেখতে চলেছে দেশবাসী । তবে তার জন্য আরও ৬ বছর অপেক্ষা করতে হবে । জানা গেছে,মঙ্গলবার সুপ্রিম কোর্ট কলেজিয়াম(supreme court Collegium) ৯ টি নাম অনুমোদন করেছে । তার মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে বিচারপতি বিবি নাগারত্নার(BB Nagaratna) নাম ।
বিবি নাগারত্না ২০০৮ সালে কর্নাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন । পরে ২০১০ সালে ওনাকে স্থায়ী বিচারপতির পদে নিযুক্ত করা হয় । এখন এসসি কলেজিয়ামের সুপারিশ অনুযায়ী যদি নাগারত্নার পদোন্নতি হয় তাহলে ২০২৭ সাল নাগাদ উনি ভারতের প্রথম মহিলা চিফ জাস্টিস হতে পারেন ।
জানা গেছে,কলেজিয়ামের সুপারিশ করা তালিকায় রয়েছেন আরও দুই মহিলা বিচারপতি । তাঁরা হলেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি ও গুজরাট হাইকোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী । এছাড়া বার থেকে সিনিয়র অ্যাডভোকেট পিএস নরসিংহের নামও প্রস্তাব করা হয়েছে ।
কলেজিয়াম থেকে যে ৯ টি নাম প্রস্তাব করা হয়েছে তাঁদের মধ্যে এমন ৩ জন বিচারপতি রয়েছেন যাঁরা সুপ্রিম কোর্টে তাঁদের মেয়াদকালের মধ্যে সিজেআই হতে পারেন । ওই তিন জনের মধ্যে অন্যতম বিবি নাগারত্না । তবে তিনি সিজেআই হলে এক মাসের কিছু অধিক সময় তাঁর মেয়াদকাল হবে বলে জানা গেছে ।।